বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-০১
সাধারণ জ্ঞান
১।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? -ইরাক
২)
১৯৫২ সালের পূর্বে ‘ভাষা দিবস’ পালন করা হতো কোন তারিখে? -১১ মার্চ।
৩)
ঐতিহাসিক ‘পানামা
নগরী’
কোথায় অবস্থিত?
-সোনারগাঁওয়ে
৪)
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারীর ভূমিকা পালন করে কোন সংস্থা? -বিশ্বব্যাংক
(WB)
৫)
প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চল বোঝাত? -বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী
অঞ্চলকে।
৬)
কোন দেশকে হারিয়ে বাংলাদেশ প্রথম টেস্ট জয় করে? -জিম্বাবুয়ে।
৭)
বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
-নাফ
৮)
বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কী?
-উত্তরাধিকার।
৯)
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে?
-৫৮
১০)
বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কী? -জীবনতরী।
১১)
পাল বংশের রাজারা কোন ধর্মাবলম্বী ছিল?
-বৌদ্ধ।
১২)
বিজয় কেতন কী? -একটি মুক্তিযুদ্ধ জাদুঘর।
১৩)
পরীবিবির আসল নাম কী? -ইরান দুখত।
১৪)
ভিশন ২০২০ কী?
-অন্ধত্ব
দূরীকরণের পরিকল্পনা।
১৫)
বাংলাদেশের প্রথম নারী পাইলট কে?
-কানিজ
ফাতেমা রোখসানা।
১৬)
জাতীয় রাজস্ব বোর্ডের তালিকা অনুসারে ২০০৭-০৮ অর্থবছরের সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠান
কোনটি?
-ব্রিটিশ
আমেরিকান টোব্যাকো।
১৭)
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যরে রুই জাতীয় মাছের পোনা মারা
নিষেধ? -২৩
১৮)
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কী? -তৈরি পোশাক।
আন্তর্জাতিক
বিষয়াবলী
১)
লৌহ মানবী বলে কে পরিচিত?
-মার্গারেট
থ্যাচার।
২)
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
-আটলান্টিক
ও প্রশান্ত মহাসাগর।
৩)
মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? -১৯৭৩ সালে।
৪)
ফ্যাসিজমের প্রবর্তক কে? -মুসোলিনি।
৫)
১৩ আগস্ট ২০০৮ ভারতের লক্ষ্ণৌতে কোন মহিলা কাজী মুসলিম যুগলের বিয়ে পড়িয়ে ইতিহাস
সৃষ্টি করেন?
-সাইয়েদা
হামিদ
৬)
২০০৮ সালে দীর্ঘ ৪৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতে কোন দেশ? -দক্ষিণ
আফ্রিকা।
৭)
ইউরো মুদ্রার জনক কে? -রোবার্ট মুন্ডেল
৮)
২৬ আগস্ট ২০০৮ রাশিয়া জর্জিয়ার কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি
দেয়?
-আবখাজিয়া
ও দক্ষিণ ওশেটিয়া।
৯)
এসএসএন-৪ (‘রাদ’
নামে পরিচিত) কী?
-ইরানের
ক্ষেপণাস্ত্রের নাম।
১০)
২০০৮ সালে সার্কের ১৫তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? -কলম্বো, শ্রীলংকা।
১১)
কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? -নিউজিল্যান্ড
১২)
রাশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম কী?
-ক্রেমলিন।
১৩)
জেনেভা কনভেনশন কী?
-যুদ্ধবন্দিদের
প্রতি আচরণবিধি।
১৪)
‘পিসার
হেলানো টাওয়ার’
কোথায় অবস্থিত?
-ইতালিতে।
১৫)
‘নার্গিস’
কবে মিয়ানমারে আঘাত হানে? -৪ মে।
১৬)
‘লিলিসলিফ
ফার্ম’
কী?
-নেলসন
ম্যান্ডেলার বাসভবন।
১৭)
বিশ্বের দ্রুততম কম্পিউটারের নাম কী? -হুয়াওয়ে।
১৮)
‘স্ট্যাচু
অব ডেমোক্রেসি’
কোথায় অবস্থিত?
-তাইওয়ান।
১৯)
গ্রিনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে? -৬ ঘণ্টা।
গ্রন্থনা
: তাওফিকুজ্জামান
No comments