বিসিএস পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান ও প্রযুক্তি - ৬৩ BCS exam preparation ICT 63

১। আমাদের দর্শনানুভূতি কোন আলোতে সবচেয়ে বেশি?

ক. লাল-কমলা খ. বেগুনি-আকাশি

গ. হলুদ-সবুজ ঘ. নীল-আসমানি

২। একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারে?

ক. ২ কোটি খ. ৩ কোটি গ. ৪ কোটি ঘ. ৫ কোটি

৩। মঙ্গলগ্রহে অবতরণ করা খেয়াযানটির নাম কী?

ক. ডিসকভারি খ. ক্যাসিনি গ. চ্যালেঞ্জার ঘ. পাথফাইন্ডার

৪। কোনটি অটোফাইট নয়?

ক. জাম খ. কাঁঠাল গ. ব্যাঙের ছাতা ঘ. লিচু

৫। গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন-

ক. ধর্মযাজক খ. সমাজবিজ্ঞানী গ. জীববিজ্ঞানী ঘ. রসায়নবিদ

৬। লসিকার বেশিষ্ট্য কোনগুলো?

ক. ক্ষারীয় খ. লোহিত রক্তকণিকা অনুপস্থিত

গ. শ্বেত রক্তকণিকা অনুপস্থিত

ঘ. ওপরের ক ও খ উভয়ই

৭। পৃথিবী সৌরজগতের একটি-

ক. নক্ষত্র খ. গ্রহ গ. উপগ্রহ ঘ. জ্যোতিষ্ক

৮। কচুশাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্য?

ক. ভিটামিন-এ খ. ভিটামিন-সি

গ. লৌহ ঘ. ক্যালসিয়াম

৯। পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে তাকে কী বলে?

ক. অভিকর্ষ খ. মহাকর্ষ গ. আকর্ষণ ঘ. বিকর্ষণ

১০। রক্ত জমাট বাঁধায় কোন কণিকা অংশ নেয়?

ক. লোহিত রক্তকণিকা খ. শ্বেত রক্তকণিকা

গ. অণুচক্রিকা

ঘ. অণুচক্রিকা ও লোহিত কণিকা

১১। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

ক. ব্যারোমিটার খ. ল্যাকটোমিটার

গ. সিসমোগ্রাফ ঘ. রিখটার স্কেল

১২। ক্ষমতার একক-

ক. ওয়াট খ. ক্যালরি গ. জুল ঘ. নিউটন

১৩। দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?

ক. প্রথমটি খ. দ্বিতীয়টি

গ. একইরকম হবে ঘ. কোনোটিই নয়

১৪। কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়?

ক. লবণ খ. পারদ গ. পানি ঘ. কর্পূর

১৫। কম্পিউটারের কোনটি নেই?

ক. স্মৃতি খ. নির্ভুল কাজ করার ক্ষমতা

গ. বুদ্ধি-বিবেচনা ঘ. দীর্ঘ সময় কাজ করা

১৬। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন গ্যাস ব্যবহৃত হয়?

ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. হিলিয়াম ঘ. নিয়ন

১৭। কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?

ক. শব্দের প্রতিফলন খ. শব্দের প্রতিধ্বনি

গ. আলোর প্রতিসরণ ঘ. আলোর সংকোচন

১৮। পরিবেশের সঙ্গে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

ক. ইভোলিউশন খ. এভিকালচার গ. ইকোলজি ঘ. আর্কিওলজি

১৯। প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

ক. জুওলজি খ. বায়োলজি গ. ইভোলিউশন ঘ. জেনেটিক্স

২০। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযানের নাম-

ক. সয়্যুজ খ. এপোলো গ. ভয়েজার ঘ. ভাইকিং

উত্তর : ১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ।

গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.