Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments Pattern and Marker Making

প্রশ্ন. বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ।
উত্তরঃ কাটিং অ্যালাউন্স, সুইং অ্যালাউন্স, হেমিং অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স, ট্রিমিং অ্যালাউন্স ইত্যাদি।

প্রশ্ন . এক গিরা সমান কত ইঞ্চি?
উত্তরঃ .২৫ ইঞ্চি।

প্রশ্ন . এক গজ সমান কত ফুট?
উত্তরঃ  ফুট।

প্রশ্ন . মার্কার দক্ষতা নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তরঃ মার্কার দক্ষতা =
মার্কারের মধ্যে প্যাটার্নসমূহের ক্ষেত্রফল
X
১০০
মার্কারের ক্ষেত্রফল

প্রশ্ন . স্যাম্পল কাকে বলে?
উত্তরঃ প্যাটার্ন ডিজাইন অনুসারে যে খসড়া পোশাক প্রস্তুত করা হয়, তাকে স্যাম্পল বলে।

প্রশ্ন . মার্কার তৈরির সময় সর্বাধিক বিবেচ্য বিষয় কোনটি?
উত্তরঃ মার্কার দক্ষতা।

প্রশ্ন . মার্কার দক্ষতা বলতে কি বুঝ?
উত্তরঃ একটি মার্কারের ক্ষেত্রফলের সাপেক্ষে উক্ত মার্কারের মধ্যস্থ প্যাটার্নসমূহ কতটুকু জায়গা দখল করে, তাকে শতকরা হারে প্রকাশ করাকেই মার্কার দক্ষতা বলে।

প্রশ্ন . মার্কার তৈরির জন্য কি ধরনের কাগজ ব্যবহার করা হয়?
উত্তরঃ পাতলা নিউজপ্রিন্ট কাগজ।

প্রশ্ন . মার্কার মেকিং টুলস কাকে বলে?
উত্তরঃ মার্কার তৈরির কাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্রপাতি বা উপকরন ব্যবহার করা হয়, তাদেরকে মার্কার মেকিং টুলস বলে।

প্রশ্ন ১০. প্যানটোগ্রাফ কি?
উত্তরঃ যার সাহায্যে পূর্ণ দৈর্ঘ্যের প্যাটার্নসমূহকে এক পঞ্চমাংশ স্কেলে ছোট করা হয়, তাকে প্যানটোগ্রাফ বলে।

প্রশ্ন ১১. কম্পিউটারের সাহায্যে মার্কার তৈরি করলে কি পরিমাণ কাপড় সাশ্রয় হয়?
উত্তরঃ কমপক্ষে % কাপড় সাশ্রয় হয়।

প্রশ্ন ১২. গ্রেইন লাইন কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।

প্রশ্ন ১৩. গ্রেইন লাইন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ তীর চিহ্ন => দ্বারা।

প্রশ্ন ১৪. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় কম্পিউটারের সাহায্যে উৎপাদনকার্য সম্পাদন করা হয়, তাকে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বলে।

প্রশ্ন ১৫. কম্পিউটারের সাহায্যে কয়ভাবে মার্কার তৈরি করা যায়?
উত্তরঃ দুই ভাবে। যথাঃ . স্বয়ংক্রিয় পদ্ধতি, . ইন্টারঅ্যাকটিভ পদ্ধতি।

প্রশ্ন১৬. ম্যানুয়াল মার্কার কয়টি পদ্ধতিতে করা হয়?
উত্তরঃ দুই পদ্ধতিতে। যথাঃ
. পূর্ণ আকৃতির প্যাটার্ন সহকারে মার্কার প্রস্তুত, . ছোট আকৃতির প্যাটার্ন সহকারে মার্কার প্রস্তুত।

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.