প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-০৫

২৬। একটি কলম ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৬ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কলমটির ক্রয়মূল্য কত?
(ক) ২৫ টাকা (খ) ৩০ টাকা (গ) ৩৫ টাকা (ঘ) ৪০ টাকা
২৭। তিন নেতার মাজারের স্থপতি কে?
(ক) মাসুদ আহমেদ (খ)মোস্তফা মনোয়ার
(গ) রবিউল হোসেন (ঘ) শামীম সিকদার
২৮। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে?
(ক) ৮% হ্রাস (খ) ৮% বৃদ্ধি (গ) ১০% হ্রাস (ঘ) ১০% বৃদ্ধি
২৯। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সংকলন গ্রন্থের সম্পাদক-
(ক) হাসান হাফিজুর রহমান (খ) শামসুর রাহমান
(গ) জিল্লুর রহমান (ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী
৩০। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়-
(ক) ১৯৭৫ সালে (খ) ১৯৮৩ সালে
(গ) ১৯৯১ সালে (ঘ) ১৯৯৭ সালে
৩১। গোল্ডেন হর্ন কোথায় অবস্থিত?
(ক) চিলিতে (খ) তুরস্কে
(গ) থাইল্যান্ড (ঘ) জাকার্তা
৩২। বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?
(ক) ২ জানুয়ারি (খ) ১২ মার্চ
(গ) ৭ এপ্রিল (ঘ) ১০ অক্টোবর
৩৩। উত্তর বোর্নিও এর বর্তমান নাম কী?
(ক) চেন্নাই (খ) সুইজারল্যান্ড (গ) জাম্বিয়া (ঘ) সাবা
৩৪। সমুদ্রসৈকত কোন দেশের জাতীয় প্রতীক?
(ক) ডেনমার্কের (খ) ব্রিটেনের
(গ) জার্মানির (ঘ) অস্ট্রেলিয়া
৩৫। মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা কত?
(ক) ৯৪.৬০ ফারেনহাইট (খ) ৯৭.৭০ ফারেনহাইট
(গ) ৯৮.২০ ফারেনহাইট (ঘ) ৯৮.৪০ ফারেনহাইট
৩৬। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নিরূপিত সীমারেখা কোনটি?
(ক) ৩৮তম অক্ষরেখা (খ) ম্যাজিনো রেখা
(গ) ৩৬তম অক্ষরেখা (ঘ) ৪৯তম অক্ষরেখা
৩৭। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
(ক) ঢাকায় (খ) কাঠমান্ডুতে (গ) মালেতে (ঘ) কলম্বোতে
৩৮। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
(ক) ১৯৯৩ সালে (খ) ১৯৯৪ সালে
(গ) ১৯৯৫ সালে (ঘ) ১৯৯৬ সালে
৩৯। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত?
(ক) দাবা (খ) টেনিস (গ) ফুটবল (ঘ) ক্রিকেট
৪০। কোন পরীক্ষায় ৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হল। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল?
(ক) ৩০০ (খ) ৪০০ (গ) ৫০০ (ঘ) ৬০০
৪১। কাননে কুসুম কলি সকলি ফুটিল। এ বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৭মী (খ) কর্তায় ৭মী
(গ) অপাদানে ৭মী (ঘ) অধিকরণে ৭মী
৪২। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
(ক) গীতাঞ্জলী (খ) বলাকা (গ) শেষের কবিতা (ঘ) বসন্ত
৪৩। কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে?
(ক) আরবি (খ) ফারসি (গ) সংস্কৃত (ঘ) ইংরেজি
৪৪। কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ঠিক?
(ক) কৃ+র্য (খ) কর+যা
(গ) কৃ+য (ঘ) কর+র্য্য
৪৫। গায়ে হলুদ কোন সমাস?
(ক) অলুক দ্বন্দ্ব (খ) অলুক তৎপুরুষ
(গ) অলুক বহুব্রীহি (ঘ) ব্যতিহার বহুব্রীহি
৪৬। বাংলার কাব্য বাংলার ভাষা,
মিটায় আমার প্রাণের পিপাসা,
সে দেশ আমার নয় গো আপন
যে দেশে বাঙালী নাই।
এ পঙ্ক্তি কটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে?
(ক) আলাওল (খ) রামনিধি গুপ্ত
(গ) আবদুল হাকিম (ঘ) কায়কোবাদ
৪৭। সোনালী কাবিন গ্রন্থটি করা রচনা?
(ক) আবুল কালাম শামসুদ্দিন
(খ) আল মাহমুদ
(গ) আবু হেনা মোস্তফা কামাল
(ঘ) আলাউদ্দিন আল আজাদ
৪৮। নীল লোহিত কার ছদ্মনাম?
(ক) সমরেশ বসু (খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) রাজ শেখর বসু (ঘ) সমর সেন
৪৯। বাংলা সাহিত্যের প্রাচীনতম ও প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল কখন প্রকাশিত হয়?
(ক) ১৮৭৩ সালে (খ) ১৮৫৭ সালে
(গ) ১৮৬৭ সালে (ঘ) ১৮৫০ সালে
৫০। পা ধুইবার জল সংকোচন করলে কী হয়?
(ক) পাদ্য (খ) পদেয় (গ) পাদপ (ঘ) প্রিয়ংবদা
উত্তর : ২৬.ঘ ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.ঘ ৩১.খ ৩২.গ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক ৪১.ঘ ৪২.ঘ ৪৩.খ ৪৪.গ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.খ ৪৯.খ ৫০.ক।

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.