প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-০৪

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ নন্দীপাড়া, ঢাকা
১। এমারসন এমনান গাগওয়া কোন দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট?
(ক) ইরান (খ) যুক্তরাষ্ট্র (গ) জাপান (ঘ) জিম্বাবুয়ে
২। শিক্ষার্থীদের বয়ঃসীমা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা হচ্ছে-
(ক) বাল্যকালের শিক্ষা (খ) কৈশোরকালে শিক্ষা
(গ) কৈশোর ও কৈশোরোত্তর শিক্ষা
(ঘ) যৌবনকালের শিক্ষা
৩। নিচের সংখ্যা সারির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২, ৯, ৬, ৭, ১৮, ৫,-
(ক) ২৫ (খ) ৭৪ (গ) ৫৪ (ঘ) ৬৪
৪। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
(ক) গ্রিনল্যান্ড (খ) অস্ট্রেলিয়া (গ) ফিলিপাইন (ঘ) জাপান
৫। নৈসর্গিক-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) নৈশ (খ) নৈতিক (গ) কৃত্রিম (ঘ) স্বর্গভূমি
৬। SCANTY এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) Limited (খ) Unlimited
(গ) Inflation (ঘ) Bounded
৭। যদি ২০ জন লোক ৪০টি গর্ত ৬০ দিনে খুঁড়তে পারে তবে ২০টি গর্ত খুঁড়তে ১০ জন লোকের কতদিন লাগবে?
(ক) ১০ দিন (খ) ৫৫ দিন (গ) ৬০ দিন (ঘ) ২৫ দিন
৮। WASTE শব্দের বিশেষ্য রূপ কোনটি?
(ক) Waste (খ) Wasting
(গ) wastage (ঘ) Wasteful
৯। নিচের বর্ণগুচ্ছের কোন গুচ্ছটি অপর তিনটি গুচ্ছ থেকে পৃথক?
(ক) B A Av (খ) F E D (গ) c d e (ঘ) G I H
১০। আর্কিমিডিসের জন্মস্থান কোথায়?
(ক) আমেরিকা (খ) গ্রেট ব্রিটেন (গ) ইতালি (ঘ) কোনোটিই নয়
১১। নৌ-বাহিনীতে লেফটেন্যান্ট জেনারেলের সমতুল্য পদ কোনটি?
(ক) ভাইস অ্যাডমিরাল (খ) রিয়ার অ্যাডমিরাল
(গ) ফ্লিট অ্যাডমিরাল (ঘ) উইং কমান্ডার
১২। এক ব্যক্তি প্রতি ডজন ৪২ টাকা হিসেবে আনারস খরিদ করেন। তিনি তিনটি আনারসের ক্রয় মূল্যে দুটি আনারস বিক্রি করেন। প্রতি ডজন আনারসের বিক্রয় মূল্য কত?
(ক) ৫০ টাকা (খ) ৫৫ টাকা (গ) ৬৩ টাকা (ঘ) ৭৩ টাকা
১৩। CURTAIL এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) Detail (খ) Add (গ) Contract (ঘ) Extend
১৪। নিচের সংখ্যা সারির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২৫, ১, .০৪, - , .০০৬৪
(ক) .৩ (খ) .০১৬ (গ) .০২ (ঘ) .০২৭
১৫। The early bird catches the worm. প্রবাদটির অর্থ কী?
(ক) Early birds like worms most.
(খ) Prompt persons secure advantage over tardy ones.
(গ) Habit is the deepest lwo of human nature.
(ঘ) Early rising is good for health.
১৬। ৬, ১৫, ২০ ও ২৪ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে ১০০০-এর নিকটবর্তী কতটি আপেল লাগবে?
(ক) ৯৬০ (খ) ৯৯০ (গ) ৯৩০ (ঘ) ৯০০
১৭। নিচের শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
The rich should not rail - the poor.
(খ) against (খ) towards (গ) on (ঘ) with
১৮। কোন দেশকে মধ্য রাতের সূর্যের দেশ বলে অভিহিত করা হয়?
(ক) গ্রিনল্যান্ড (খ) নরওয়ে
(গ) সুইডেন (ঘ) নিউজিল্যান্ড
১৯। সংকীর্ণ-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) অপ্রশস্ত (খ) উদার (গ) নির্জীব (ঘ) ক্ষুদ্র
২০। Brief এর সমার্থক শব্দ কোনটি?
(ক) Short (খ) Brevity
(গ) Briefly (ঘ) Briefless
২১। মাইকেল মধুসূদন দত্ত ইউরোপের কোন দেশে বসে সাহিত্যচর্চা করেন?
(ক) ইতালি (খ) যুক্তরাজ্য (গ) জার্মানি (ঘ) ফ্রান্স
২২। বাংলা সাহিত্যের নতুন ইতিহাস গ্রন্থটি রচনা করেন-
(ক) ড. আহমদ শরীফ (খ) নাজিরুল ইসলাম সুফিয়ান
(গ) ড. কাজী দীন মোহাম্মদ
(ঘ) ড. গোলাম সাকলায়েন
২৩। সঠিক বানান হল-
(ক) দূষণীয় (খ) দোষণীয় (গ) দুসনীয় (ঘ) দূষনিয়
২৪। বাংলাদেশের ফিলাটেলিক সোসাইটি কী সংক্রান্ত?
(ক) নির্মাণ কাজ (খ) তথ্য সংগ্রহ
(গ) ডাক টিকেট সংগ্রহ (ঘ) দূরশিক্ষণ সংক্রান্ত
২৫। বংশী নদী অবস্থিত-
(ক) রাজশাহীতে (খ) টাঙ্গাইলে (গ) সিলেটে (ঘ) খুলনাতে
উত্তর : ১.ঘ ২.গ ৩.গ ৪.ক ৫.গ ৬.খ ৭.গ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.ক ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ক ২০.ক ২১.ঘ ২২.খ ২৩.ক ২৪.গ ২৫.খ

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.