বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলা-৬২

লায়লী মজনুকাব্যের উপাখ্যান কোন দেশের?

. সৌদি আরব . ইরাক . ইরান . মিসর

২।হপ্ত পয়করকার রচনা?

. মুহাম্মদ মুকীম . সৈয়দ আলাওল . অমিয় দেব . দীনবন্ধু মিত্র

৩।সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন এখানেআপেঅর্থ কী?

. আগে . সম্পূর্ণ . স্বয়ং . পুরোপুরি

৪। বাংলাসাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?

. ১৮শ. ১৭শ. ১৯শ. ১৫শ

৫। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?

. রোমান্টিসিজম . আধুনিকতাবাদ . উত্তরাধুনিকতাবাদ . বাস্তববাদ

৬। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য-

. এয়াকুব আলী চৌধুরী . শেখ ফজলুল করিম . কাজী আবদুুল ওদুদ . কাজী আনোয়ারুল কাদির

৭।আনোয়ারাউপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?

. ১৯৫২ সালে . ১৮৯৯ সালে . ১৯৩৫ সালে . ১৯১৪ সালে

৮।সুনন্দকার ছদ্মনাম ছিল?

. নারায়ণ গঙ্গোপাধ্যায় . মোজাম্মেল হক . রাজশেখর বসু . বিমল ঘোষ

৯। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?

. ভ্রান্তিবিলাস . বেতালপঞ্চবিংশতি . প্রভাবতী সম্ভাষণ . সংস্কৃতি সাহিত্যের ইতিহাস

১০। বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-

. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় . কাজী নজরুল ইসলাম . প্যারীচাঁদ মিত্র . রবীন্দ্রনাথ ঠাকুর

১১। কোনটি শুদ্ধ?

. মীর মোশারফ হোসেন

. মীর মশারফ হোসেন

. মীর মশাররফ হোসেন . মীর মোশাররফ হোসেন

১২।বাংলার মাটি বাংলার জলসনেটটি কার রচনা?

. অতুলপ্রসাদ সেন . দ্বিজেন্দ্রলাল রায় . রবীন্দ্রনাথ ঠাকুর . কাজী নজরুল ইসলাম

১৩।তারাবাঈনাটকটির লেখক কে?

. ইসমাইল হোসেন সিরাজী . মীর মশাররফ হোসেন

. আবদুল্লাহ আল মামুন . দ্বিজেন্দ্রলাল রায়

১৪। . মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি?

. ১৮৮৫-১৯৬৯ . ১৮৭৫-১৯৬৯ . ১৮৮৪-১৯৬৯ . ১৮৮৫-১৯৭০

১৫। রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন-

. আল মাহমুদ

. আবদুল করিম সাহিত্য বিশারদ

. আবুল মনসুর আহমদ . আবদুল কাদির

১৬। কোন উপন্যাসের মূল চরিত্র জয়গুন?

. সূর্য দীঘল বাড়ী . জোহরা . সারেং বউ . হাজার বছর ধরে

১৭। শামসুর রাহমানের কবিতার বইয়ের নাম-

. লোক লোকান্তর . প্রতিদিন ঘরহীন ঘরে

. আশার বসতি . ভোরে নদীর মোহনায় জাগরণ

১৮।তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা”- পঙক্তিটি কার?

. শামসুর রাহমান . হাসান হাফিজুর রহমান . সৈয়দ শামসুল হক . আশরাফ সিদ্দিকী

১৯। মুনীর চৌধুরীরমীর মানসকোন জাতীয় গ্রন্থ?

. উপন্যাস . প্রবন্ধ . নাটক . স্মৃতিকথা

২০। নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?

. কারাগার . নীলদর্পণ . কবর . সিরাজউদ্দৌলা

উত্তর : ১। ২। ৩। ৪। ৫। ৬। ৭। ৮। ৯। ১০। ১১। ১২। ১৩। ১৪। ১৫। ১৬। ১৭। ১৮। ১৯। ২০।

এই টিউটোরিয়ালটির উপর অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.