বিসিএস পরীক্ষার প্রস্তুতি দৈনন্দিন বিজ্ঞান-৬১
১। WWW কি?
ক. World Wide Web খ. World Wait Web
গ. World Way Works ঘ. World Wide Work
২। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে
বলা হয়-
ক. ই-ট্রিটমেন্ট
খ. ইলেকট্রো মেডিসিন
গ. টেলিমেডিসিন ঘ. জায়মাপ্লাজম
৩। কম্পিউটারকে কোন কাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে?
ক. ডাটাবেজ খ. ওয়ার্কশিট
গ. স্প্রেডশিট ঘ. ওয়ার্ডআর্ট
৪। E-mail ঠিকানা ক’ভাগে বিভক্ত?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
৫। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয়
গণনাযন্ত্রের নাম-
ক. EDSAC খ. EDVAC
গ. UNIVAC ঘ. MARK-1
৬। Y2K-তে ক মানে-
ক. শত খ. হাজার গ. দশ হাজার ঘ. লাখ
৭। কোন ই-মেইলে ‘cc’-এর অর্থ কি?
ক. Close circuit খ. Carbon copy
গ. Close cotanct ঘ. Contact center
৮। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার
জাদুঘরটি অবস্থিত-
ক. যুক্তরাষ্ট্রে খ. যুক্তরাজ্যে
গ. জাপানে ঘ. কানাডায়
৯। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার
পত্রিকার নাম-
ক. কম্পিউটার জগৎ খ. কম্পিউটার
বিচিত্রা
গ. কম্পিউটার নিউজ ঘ. আইটিকম
১০। ১ বাইটে বিটের সংখ্যা কত?
ক. ৮ খ. ১৬ গ. ২ ঘ. ৩২
১১। নিচের কোনটি প্রোগ্রামিং
ল্যাংগুয়েজ?
ক. পাওয়ার পয়েন্ট খ. এমএস এক্সেল
গ. উইন্ডোজ ঘ. সি
১২। which is the following is an operating system?
ক. Oracle খ. Unix গ. Excel ঘ. Power point
১৩। কোনটি আউটপুট যন্ত্র?
ক. মাউস খ. ট্র্যাকার
বল গ. স্ক্যানার ঘ. কোনোটি নয়
১৪। কোনটি মৌলিক কণিকা?
ক. নিউক্লিয়াস খ. যোটন গ. অণু ঘ. পরমাণু
১৫। একগুচ্ছ নক্ষত্রকে
কী বলে?
ক. ছায়াপথ খ. সৌরজগৎ গ. আকাশগঙ্গা
ঘ. লুব্ধক
১৬। আলোকবর্ষ নিচের কোন রাশির একক?
ক. দৈর্ঘ্যরে খ. সময়ের গ. আলোর তীব্রতার
ঘ. তাপমাত্রার
১৭। জুলিও কুরি একজন বিশ্বখ্যাত-
ক. কবি খ. সাহিত্যিক
গ. বৈজ্ঞানিক ঘ. শিল্পী
১৮। ডিনামাইট কে আবিষ্কার
করেন?
ক. জিনেট খ. আলফ্রেড নোবেল
গ. গ্রাহামবেল ঘ. হানিম্যান
১৯। ব্লাক বক্স যন্ত্র ব্যবহার হয়-
ক. বিমানে খ. রকেটে গ. জাহাজে ঘ. পারমাণবিক
বোমায়
২০। কোন যন্ত্রের
সঙ্গে কম্পিউটার যুক্ত থাকে?
ক. ই-মেইল খ. ফ্যাক্স গ. টেলিগ্রাফি
ঘ. টেলিভিশন
২১. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
ক. পায়খানায়, প্রস্রাবখানায়
খ. গোসলখানায়
গ. পুকুরে ঘ. নালায়
২২. বাংলাদেশে প্রথম কম্পিউটার
আসে কত সালে?
ক. ১৯৭৪ খ. ১৯৬৫
গ. ১৯৬৪ ঘ. ১৯৭৫
উত্তর : ১। ক, ২। গ, ৩। ক, ৪। ক, ৫। ঘ, ৬। খ, ৭। খ, ৮। ক, ৯। ঘ ১০। ক, ১১। গ, ১২। খ, ১৩। ঘ, ১৪। খ, ১৫। ক, ১৬। ক, ১৭। গ, ১৮। খ, ১৯। ক, ২০। ক ২১.ক ২২.গ।
এই টিউটোরিয়ালটির উপর অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন।
No comments