বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলা-৬০
০১. ‘ঐরাবত’-এর সমার্থক শব্দ-
ক. মৃগরাজ খ. মৃগেন্দ্র
গ. গজ ঘ. অর্ণব
০২. ‘রাত্রি’র সমার্থক শব্দ-
ক. কবরী খ. নিরদ গ. শর্বরী ঘ. দিবা
০৩. I wouldn't mind a cup of tea বাক্যটির
অনুবাদ-
ক. আমি এক কাপ চায়ের জন্য কিছু মনে করব না
খ. এক কাপ চায়ের জন্য কিছু মনে করা উচিত নয়
গ. এক কাপ চা পেলে মন্দ হতো না
ঘ. এক কাপ চা পেলে আমি খুশি হতাম
০৪. ‘একাকী রাতের ম্লান জুলমাত হেরি’- জুলমাত অর্থ-
ক. অন্ধকার খ. নক্ষত্র
গ. আকাশ ঘ. আলো
০৫. অশুদ্ধ হলেও বর্তমানে
প্রচলিত-
ক. উপরোক্ত খ. অত্যন্ত
গ. ভূত ঘ. ব্যাকরণ
০৬. ‘কুড়ি’ কোন শ্রেণির শব্দ?
ক. তৎসম খ. তদ্ভব
গ. দেশি ঘ. বিদেশি
০৭. ‘চকলেট’ শব্দটি হল-
ক. ফরাসি খ. মেক্সিকান
গ. ইংরেজি ঘ. পর্তুগিজ
০৮. কোন বানানগুচ্ছ
শুদ্ধ?
ক. অত্যন্ত, দূরবস্থা,
সলজ্জিত খ. দক্ষিণ, ধ্বনি, কণ্ঠ গ. ব্যাবসা, অংক, মুখস্ত
ঘ. ধস, শশিভূষণ, অপরাহ্ন
০৯. অহঃ+নিশ কোন নিয়মে ‘অহর্নিশ’ হয়?
ক. নিপাতনে সন্ধি খ. দ্বন্দ্ব
সমাস
গ. ব্যঞ্জন সন্ধি ঘ. তদ্ধিত প্রত্যয়
১০. ‘বড্ড’ শব্দটি কিসের উদাহরণ?
ক. ধনাত্মক শব্দ খ. দ্বিরুক্ত
শব্দ
গ. ব্যঞ্জনাগম ঘ. বর্ণদ্বিত্ব
১১. ‘মুখ’ শব্দটি কোন বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় না?
ক. গালমন্দ খ. সদ্ভাব গ. মর্যাদা ঘ. দিক
১২. ‘কবেকার কথা’- এখানে ‘কবেকার’ বিশেষণটি-
ক. ক্রিয়াজাত খ. অব্যয়জাত
গ. সর্বনামজাত ঘ. সমাসজাত
১৩. ‘মৃত্যুঞ্জয়’-এর কীভাবে মৃত্যু হয়েছিল?
ক. অনাহারে খ. সাপের কামড়ে
ঘ. নৌকাডুবিতে ঘ. জ্বরে
১৪. আপনারে বড় বলে বড় সে নয়- এখানে ‘বড়’ শব্দটির প্রকৃত অর্থ হল-
ক. ধনী খ. উদার গ. শ্রেষ্ঠ ঘ. জ্যেষ্ঠ
১৫. ‘অনুগ্রহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. আগ্রহ খ. নিগ্রহ গ. সংগ্রহ ঘ. উপগ্রহ
১৬. যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে
ন্যস্ত হয় তাকে বলে-
ক. ভাববাচ্য খ. কর্মবাচ্য
গ. কর্তৃবাচ্য ঘ. কোনোটিই নয়
১৭. ‘সর্প’ শব্দের সমার্থক শব্দ-
ক. করী খ. ননী গ. অম্বুধি ঘ. ফণী
১৮. ‘আজলা’ শব্দের অর্থ কী?
ক. অঞ্জলি খ. পৃষ্ঠদেশ
গ. অবসান ঘ. পায়ের পাতা
১৯. কোন বানানটি সঠিক?
ক. নীরিক্ষণ খ. নীরিক্ষন
গ. নিরীক্ষণ ঘ. নীরীক্ষণ
২০. মাংসভোজী পশু অত্যন্ত বলবান- এটি কোন ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য খ. জটিল বাক্য
গ. সরল বাক্য ঘ. মিশ্র বাক্য
উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০.গ।
এই টিউটোরিয়ালটির উপর অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন।
No comments