বিসিএস পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান ও প্রযুক্তি-৫৯
১। সমুদ্রের গভীরতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
ক) ম্যানোমিটার খ) হাইড্রোমিটার
গ) ন্যানোমিটার ঘ) ফ্যাদোমিটার
২। সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক) মঙ্গল খ) সিরিয়াস
গ) উলফ ৩৫৯ ঘ) প্রক্সিমা
সেন্টরাই
৩। ড্রাই আইস বলতে নিচের কোনটিকে বুঝায়?
ক) কঠিন পারদ খ) কঠিন কার্বন ডাই অক্সাইড
গ) শুকনো আইসক্রিম
ঘ) কঠিন প্রাকৃতিক
গ্যাস।
৪। অ্যাবাকাস কী?
ক) এক প্রকার সুমিষ্ট ফল খ) ক্ষুদ্র দেশ
গ) এক প্রকার গণনা যন্ত্র
ঘ) হাঁস মুরগির ভাইরাসঘটিত
রোগ
৫। সাধারণ তাপমাত্রায়
কোন ধাতু তরল অবস্থায় থাকে?
ক) পারদ খ) তামা গ) সোডিয়াম ঘ) হিলিয়াম
৬। পিঁপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক
পদার্থের কারণে?
ক) ফরমিক এসিড খ) হাইড্রোক্লোরিক
এসিড
গ) টার্টারিক এসিড ঘ) ফরমাল ডিহাইড
৭। কোন ভিটামিনের
অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
ক) ভিটামিন বি২ খ) ভিটামিন সি গ) ভিটামিন ডি ঘ) ভিটামিন ই
৮। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
ক) ম্যাগনেসিয়াম খ) লৌহ
গ) পটাসিয়াম ঘ) ফসফরাস
৯। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
ক) অ্যাডরেনালীন খ) হাইরক্সিন
গ) গ্লুকাগন ঘ) ইনসুলিন
১০। কোন জারক রস পাকস্থলীতে
দুগ্ধ জমাট বাঁধায়?
ক) মেলানিন খ) হরমোন গ) এসিটিক এসিড ঘ) রেনিন
১১। কোনটি বেশি স্থিতিস্থাপক?
ক) ইস্পাত খ) রাবার গ) কাচ ঘ) পানি
১২। নাড়ির স্পন্দন প্রবাহিত
হয়-
ক) শিরার ভেতর দিয়ে খ) ধমনির ভেতর দিয়ে
গ) স্নায়ুর ভেতর দিয়ে
ঘ) ল্যাকটিয়ালের ভেতর দিয়ে
১৩। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক) আলোর অভ্যন্তরীণ
প্রতিফলন খ) আলোর প্রতিসরণ
গ) আলোর বিচ্ছুরণ
ঘ) আলোর পোলারায়ন
১৪। ‘হাইপো’-এর রাসায়নিক
নাম কী?
ক) সোডিয়াম সালফেট
খ) সোডিয়াম থায়োসালফেট
গ) সিলভার ক্লোরাইড
ঘ) সোডিয়াম বাই-সালফেট
১৫। কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি?
ক) পৃথিবীর কেন্দ্রে
খ) মরু অঞ্চলে
গ) মেরু অঞ্চলে ঘ) নিরক্ষীয়
অঞ্চলে
১৬। বিলিরুবিন তৈরি হয় শরীরের কোথায়?
ক) যকৃতে খ) কিডনিতে গ) হৃৎপিণ্ডে
ঘ) হাড়ে
১৭। বৈদ্যুতিক বাল্বের ফিলামেট কী দিয়ে তৈরি?
ক) তামা খ) টাংস্টেন
গ) সিসা ঘ) ইস্পাত
১৮। ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
ক) যকৃত খ) থাইরয়েড গ) অগ্ন্যাশয়
ঘ) পিটুইটারি গ্রন্থি
১৯। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ক) কম হয় খ) বেশি হয় গ) একই হয় ঘ) খুবই কম হয়
২০। কোনটি ভাইরাসজনিত
রোগ নয়?
ক) এইডস খ) জলাতঙ্ক গ) ডিপথেরিয়া
ঘ) পোলিও
উত্তর : ১.ঘ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ক ৬.ক ৭.ক ৮.ঘ ৯.ক ১০.ঘ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.গ
No comments