বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-১৫

বিসিএস পরীক্ষার প্রস্তুতি
সাধারণ জ্ঞান
১. দ্বৈত শাসন প্রথা বিলোপ করেন কে?
ক. ওয়ারেন হেস্টিংস খ. লর্ড কার্জন গ. লর্ড বেন্টিক ঘ. লর্ড হার্ডিঞ্জ।
২. বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক?
ক. ওয়ারেন হেস্টিংস খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ. লর্ড কার্জন ঘ. লর্ড হার্ডিঞ্জ।
৩. ভারতের প্রথম ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড মাউন্ট ব্যাটেন খ. ওয়াবেন হেস্টিংস গ. লর্ড কার্জন ঘ. লর্ড রিপন।
৪. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে?
ক. ১৯৯৩ খ. ১৭৯৫ গ. ১৭৯৩ ঘ. ১৮৫৬।
৫. পূর্ব বাংলার নাম কত সালে পূর্ব পাকিস্তান হয়?
ক. ১৯৫৬ খ. ১৯৪৭ গ. ১৯৪৮ ঘ. ১৯৫২।
৬. কোন সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করেন?
ক. বর্ণহিন্দুরা খ. মুসলমান গ. বৌদ্ধরা ঘ. গোড়া খ্রিস্টানরা।
৭. বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. একে ফজলুল হক খ. মহাত্মা গান্ধী গ. সোহরাওয়ার্দী ঘ. লর্ড মাউন্ট ব্যাটেন।
৮. অর্থশাস্ত্রের জনক-
ক. জেএম মিল খ. এডাম স্মিথ গ. রবিনসন ঘ. মার্শাল
৯. অর্থনীতিতে উৎপাদনের অর্থ কী?
ক. পরিবর্তন করা খ. উপযোগ সৃষ্টি করা গ. সৃষ্টি ঘ. পণ্য বৃদ্ধি করা।
১০. বাংলাদেশের কৃষিপ্রধানত নির্ভরশীল-
ক. বৃষ্টিপাতের ওপর খ. সেচের ওপর গ. জমির ওপর ঘ. যান্ত্রিক পদ্ধতির ওপর।
১১. সাধারণত ব্যবসায়ে নিয়োজিত অর্থকে বলে-
ক. চাহিদা খ. সম্পদ গ. মূলধন ঘ. উপযোগ।
১২. কোন দেশের সংবিধান অলিখিত?
ক. ফ্রান্স খ. ব্রিটেন গ. যুক্তরাষ্ট্র ঘ. ইতালি
১৩. রাষ্ট্রের উপাদান কোনটি?
ক. সম্পদ খ. নির্দিষ্ট ভূ-খণ্ড গ. সংবিধান ঘ. জাতীয় সংসদ।
১৪. সুপ্রিমকোর্টের বিচারকদের কী বলা হয়?
ক. বিচারক খ. ব্যারিস্টার গ. এটর্নি জেনারেল ঘ. বিচারপতি।
১৫. রাশিয়ার মুদ্রার নাম-
ক. ডলার খ. ইউরো গ. রিয়েল ঘ. রুবোল
১৬. ভ্যাটিকান সিটি কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া খ. ইউরোপ গ. উত্তর আমেরিকা ঘ. আফ্রিকা।
১৭. কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
ক. পদ্মা খ. যমুনা গ. মেঘনা ঘ. কর্ণফুলী।
১৮. বাংলাদেশের স্বাধীন দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে?
ক. ড. মোঃ মনিরুজ্জামান খ. বিচারপতি সুলতান হোসেন খান
গ. বিচারপতি টিএইচ খান ঘ. বিচারপতি ফজলুল করিম।
১৯. মসনবী কার লেখা?
ক. ইমাম গাজ্জালী খ. ইসমাইল হোসেন সিরাজী গ. ওমর খৈয়াম ঘ. জালাল উদ্দীন রুমী।
২০. বাংলাদেশ ১ম টেস্ট বিজয়ী হয় কোন দেশের বিরুদ্ধে?
ক. ভারতের খ. পাকিস্তানের গ. জিম্বাবুয়ের ঘ. শ্রীলংকার।
২১. পেনিসিলিন কে আবিষ্কার করেন?
ক. গ্রাহামবেল খ. আলেকজান্ডার ফ্লেমিং গ. এডিসন ঘ. স্টিফেন হকিন্স।
২২. ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়-
ক. অষ্টাদশ শতাব্দীতে খ. সপ্তদশ শতাব্দীতে গ. ঊনবিংশ শতাব্দীতে ঘ. বিংশ শতাব্দীতে।
২৩. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম-
ক. ব্যারোমিটার খ. অণুবীক্ষণ যন্ত্র
গ. সিসমোগ্রাফ ঘ. হাইড্রোমিটার।
উত্তর : ১. ক ২. গ ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১.গ ১২.খ ১৩.খ ১৪.ঘ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.গ ২১.খ ২২.গ ২৩.গ

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.