বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-১৪
ক. অভিস বণ
খ. পরিশোষণ
গ. ব্যাপন
ঘ. প্রস্বেদন
২. যেটি বেশি
হলে প্রস্বেদন কম হয়-
ক. সূর্যালোক
খ.
পত্ররন্দ্র
গ. আপেক্ষিক
আর্দ্রতা
ঘ. বৃষ্টিপাত
৩. ব্যাপন
প্রক্রিয়া কোন প্রকারের পর্দার মাধ্যমে হয়?
ক. ভেদ্য
পর্দা
খ. অর্ধভেদ্য
পর্দা
গ. অভেদ্য
পর্দা
ঘ. বৈষম্য
ভেদ্য পর্দা
৪. উদ্ভিদ
কোষে কোনটি শ্বসনের প্রধান অঙ্গ?
ক.
নিউক্লিয়াস
খ.
মাইটোকন্ড্রিয়া
গ. প্লাস্টিড
ঘ.
সাইটোপ্লাজম
৫. ক্রেবস
চক্রের বিক্রিয়া-
ক.
নিউক্লিয়াসে ঘটে
খ.
সাইটোপ্লাজমে ঘটে
গ. গলজি
বডিতে ঘটে
ঘ.
মাইটোকন্ড্রিয়াতে ঘটে
৬. সালোক
সংশ্লেষণের প্রক্রিয়ায় O2 পানি থেকে আসে। এ তথ্য আবিষ্কার করেন-
ক. ভ্যান
নেইল
খ. রবিন হিল
গ. রবার্ট
হিল
ঘ. স্যামুসেল
রুবেন
৭. NADP কী?
ক. এনজাইম
খ. কো-এনজাইম
গ. ভিটামিন
ঘ.
ফাইটোহরমোন
৮. কোন
ফলটিতে এরিল আছে?
ক. আম
খ. কলা
গ. লিচু
ঘ. আনারস
৯. উচ্চ
রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয় কোন উদ্ভিদ?
ক. পুননর্ভা
খ. কালমেঘ
গ. নয়নতারা
ঘ. সর্পগন্ধা
১০. কোন
প্রাণীতে ডায়াফ্রাম থাকে?
ক. মাছ
খ, সরীসৃপ
গ. পাখি
ঘ.
স্তন্যপায়ী
১১. পানি
সংবহনতন্ত্রের উপস্থিতি কোন পর্বের শ্রেণীতে দেখা যায়?
ক. Porifera
খ. Echinodermata
গ. Mollusca
ঘ. Chordata
১২. কোনটি
সমগোত্রীয় নয়?
ক. Musca
domestica
খ. Apis in
dica
গ. Aurelia
ঘ. Anopheles
১৩. হাইড্রার
দেহগহ্বরের নাম-
ক. সিলোম
খ. এন্টারন
গ.
ব্লাস্টোসিল
ঘ. সিলেন্টরন
১৪. পরিপাক ও
পরিবহনের কাজ দুটি সম্পন্ন করে-
ক. হিমোসিল
খ. লসিকা
গ.
সিলেন্টেরন
ঘ. রক্তরস
১৫. কোনটি
তেলাপোকার মুখ উপাঙ্গ নয়?
ক.
ম্যাক্সিলা
খ,
ম্যান্ডিবল
গ. লেবিয়াম
ঘ.
ক্লাইপিয়াস
১৬. অ্যালারি
পেশি কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে?
ক. পৌষ্টিক
নালি
খ. ট্রাকিয়া
গ. হৃৎপিণ্ড
ঘ.
ম্যালফিজিয়ান নালিকা
১৭. মানুষের
গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কত?
ক.ছয়
খ. সাত
গ.আট
ঘ. পাঁচ
১৮. কোনটি
গ্রন্থি নয়?
ক. অগ্ন্যাশয়
খ. শুক্রাশয়
গ. ডিম্বাশয়
ঘ. পিত্তাশয়
১৯. আমিষ
জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি?
ক. পেপসিন
খ, লালা
গ. লাইপেজ
ঘ.
অ্যামাইলেজ
২০. রক্ত কী
ধরনের কলা?
ক. যোজক কোষ
খ. তরল যোজক
কোষ
গ. রক্ষণীয়
কলা
ঘ. কোনোটিই
নয়
উত্তর : ১. খ
২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬.
গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ

No comments