বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-১৩

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান
১. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
ক) দিনকতক খ) শতবার্ষিকী
গ) মধুমাখা ঘ) পলান্ন
২. মহাপুরুষ কোন ধরনের সমাস?
ক) অভ্যয়ীভাব খ) কর্মধারয়
গ) তৎপরুষ ঘ) বহুব্রীহি
৩. অমৃত শব্দের অর্থ কী?
ক) মৃত খ) গরল
গ) উন্নত ঘ) সৌম্য
৪. অর্জিন শব্দের অর্থ কী?
ক) পালক খ) হরিণের চামড়া
গ) বাঘের চামড়া ঘ) খরগোশের চামড়া
৫. যে মিথ্যা কথা বলে, তাকে কেউ ভালোবাসে না। বাক্যটি কী ধরনের?
ক) সরল বাক্য খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য ঘ) কোনোটিই নয়
৬. আসিফ তাস খেলে। এ বাক্যে তাস কোন কারক?
ক) কর্মকারক খ) করণ কারক
গ) সম্প্রদান কারক ঘ) অপাদান কারক
৭. ভূস্বামী কোন ধরনের শব্দ?
ক) তৎসম খ) তদ্ভব
গ) দেশি ঘ) বিদেশি
৮. বাঁশি বাজে বাক্যটি-
ক) কর্তৃবাচ্য খ) কর্ণবাচ্য
গ) ভাববাচ্য ঘ) কর্ম কর্তৃবাচ্য
৯. হিম+আলয়=হিমালয় কোন জাতীয় সন্ধি?
ক) ব্যঞ্জন সন্ধি খ) স্বর সন্ধি
গ) নিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সন্ধি
১০. তুলসী বনের বাঘ এই বাগধারার অর্থ-
ক) সাধু খ) ভণ্ড
গ) সন্ন্যাসী ঘ) ধার্মিক
১১. স্বর্গ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক) বসুমতী খ) অমরাবতী
গ) জলধর ঘ) শোভাময়
১২. গৃহিণী কোন ধরনের শব্দ?
ক) দেশি খ) তৎসম
গ) তদ্ভব ঘ) অধ-তৎসম
১৩. তাহারেই মনে পড়ে কবিতাটির রচিয়তা-
ক) শামসুর রাহমান খ) জসীমউদ্দীন
গ) বেগম সুফিয়া কামাল ঘ) অমিয় চক্রবর্তী
১৪. খাতক শব্দের বিপরীত শব্দ-
ক) দাতা খ) বিপদ
গ) মহাজন ঘ) বিসর্জন
১৫. যে গাছ থেকে ওষুধ তৈরি হয় তাকে বলে-
ক) ঔষুধি খ) ঔষুধী
গ) ওষুধি ঘ) ঔষধি
১৬. সাহেব শব্দটি-
ক) আরবি খ) তুর্কি
গ) ফারসি ঘ) ইংরেজি
১৭. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
ক) পল্লী সমাজ খ) দেনা পাওনা
গ) নৌকা ডুবি ঘ) গৃহদাহ
১৮. কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে?
ক) অন্য পদ খ) উভয় পদ
গ) পূর্বপদ ঘ) পরপদ
১৯. কুবের মাঝির বাড়ি কোথায় ছিল?
ক) কেতুপুর গ্রামে খ) দেবীগঞ্জ
গ) দুমকা ঘ) বেলেডাঙ্গা
২০. এইবার সত্যিকার পড়া পড়- একেবারে ঘাড়মোড় ভাঙিয়া- উক্তিটি কোন গল্প থেকে নেয়া হয়েছে?
ক) বিলাসী খ) যৌবনের গান
গ) অর্ধাঙ্গী ঘ) হৈমন্তী
২১. সাধারণ অতীত কানটি?
ক) সে করত খ) সে করলো
গ) সে করছিল ঘ) সে করেছিল
উত্তর : ১.ক ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.খ ১১.খ ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.ঘ ২১.খ

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.