বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-০২

বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলা
১. কোন শব্দটি সংস্কৃত-ফারসির মিশ্রণ-
ক. হাসিমুখ খ. হাসি ঠাট্টা
গ. হাসি তামাশা ঘ. হাসি খুশি
২. o এবং p
ক. ঘৃষ্ট ধ্বনি খ. নাসিক্য ধ্বনি
গ. তাড়নজাত ধ্বনি ঘ. ওষ্ঠ্য ধ্বনি
৩. হৈমন্তীর ছবিতে পেছনে ঝোলানো ছিল-
ক. গালিচা খ. শতরঞ্জ
গ. ফুলদানি ঘ. জ্যাকেট
৪. কপাল শব্দের সমার্থক শব্দ
ক. চিকুর খ. ভালো
গ. কপোল ঘ. খুলি
৫. উপাচার্য শব্দটি কোন সমাসসাধিত?
ক. উপপদ তৎপুরুষ খ. অলুক তৎপুরুষ
গ. বহুব্রীহি ঘ. প্রাদি তৎপুরুষ
৬. শত্রুকে দমন করে যে, তাকে এক শব্দে বলা হয়-
ক. শত্রুঘ্ন খ. শত্রুহন্তা
গ. অরিন্দম ঘ. অরিবৈরী
৭. শুদ্ধ বাক্যাংশ কোনটি?
ক. খেলা চলাকালীন সময়ে
খ. খেলাকালীন সময়ে
গ. খেলা চলাকালে
ঘ. খেলা চলার সময়কালে
৮. বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. মধুসূদন খ. রবীন্দ্রনাথ
গ. নজরুল ঘ. জীবনানন্দ
৯. ঊষর-এর বিপরীত শব্দ কোনটি?
ক. মরুময় খ. জঙ্গলাকীর্ণ
গ. উর্বর ঘ. কর্দমাক্ত
১০. পদ্মা নদীর মাঝি কে?
ক. হোসেন মিয়া খ. গনেশ
গ. ধনঞ্চয় ঘ. কুবের
১১. ভালো মানুষ-এর ভালো শব্দটি কোন ধরনের বিশেষণ?
ক. আস্থাবাচক খ. রূপবাচক
গ. গুণবাচক ঘ. নির্দিষ্টতাজ্ঞাপক
১২. তৎসম শব্দ দিয়ে কি বোঝানো হয়?
ক. সংস্কৃত থেকে উৎপন্ন
খ. তদ্ভব শব্দ থেকে উৎপন্ন
গ. পাহাড় সমান ঘ. দেশি শব্দ
১৩. অন্যের অপমান দেখার নেশা বড় নেশা- উক্তিটি কোন লেখায় পাওয়া যায়?
ক. সৌদামিনী মালো
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. হৈমন্তী ঘ. বিলাসি
১৪. বঙ্গভাষা সনেটটি কোন ছন্দে রচিত হয়েছে?
ক. মুক্তক খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. স্বরবৃত্ত
১৫. নির্ভুল বানান-
ক. স্বায়ত্ব খ. স্বায়ত
গ. স্বায়ত্ত ঘ. সায়ত্ত্ব
১৬. নিুম্নের কোনটি মিশ্রক্রিয়া?
ক. গোল্লায় যাও খ. কনকনাচ্ছে
গ. বেজে ওঠা ঘ. দেখাচ্ছেন
১৭. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে খ. শেষে
গ. বিশেষণের পর ঘ. বিশেষ্যের পর
১৮. যে নারীর সন্তান বাঁচে না এর সংক্ষিপ্ত রূপটি হবে-
ক. মৃত বৎসা খ. বন্ধ্যা
গ. আঁতুড়ে ঘ. অনুঢ়া
১৯. যতই করিবে দান ততই যাবে বেড়ে কোন বাক্য?
ক. সরল খ. যৌগিক
গ. রূঢ়ি ঘ. জটিল
২০. শর্বরী শব্দের অর্থ কী?
ক. রাত্রি খ. অন্ধকার
গ. সুন্ধর ঘ. শ্যামল
উত্তর : ১.গ ২.গ ৩.খ ৪.খ ৫.গ ৬.গ ৭.ক ৮.ক ৯.গ ১০.ঘ ১১.গ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.ক।

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.