বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-০৩
বিসিএস পরীক্ষার প্রস্তুতি সাধারণ
জ্ঞান
১. বর্তমানে
BARD-এর পৃষ্ঠপোষক কে?
ক. UNICEF খ.
UNIDO
গ. UCEP ঘ.
বাংলাদেশ সরকার।
২. BRAC কত
সালে ঋণদান কর্মসূচি চালু করে?
ক. ১৯৭৭ খ.
১৯৭৯ গ. ১৯৮২ ঘ. ১৯৮৫
৩. বর্ধমান
হাউজ বর্তমানে-
ক. বাংলা
একাডেমি খ. শিল্পকলা একাডেমি গ. নজরুল ইন্সটিটিউট ঘ. চারুকলা ইন্সটিটিউট
৪. বাংলাদেশ
সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
ক. তারামন
বিবি খ. রাজিয়া বানু গ. সেতারা বেগম ঘ. রওশন আরা বানু
৫. বাংলাদেশ
রাইফেলসের সদর দফতর কোথায়?
ক. ঢাকায় খ.
রাজশাহীতে গ. গাজীপুরে ঘ. রংপুরে
৬.
বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কী?
ক. রাজশাহী
খ. চট্টগ্রাম গ. সিলেট ঘ. বরিশাল
৭. প্রথম
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন কে?
ক. বিচারপতি
মুহাম্মদ হাবিবুর রহমান
খ. লুৎফর
রহমান গ. বিচারপতি লতিফুর রহমান ঘ. বিচারপতি শফিক আহম্মদ
৮. বাংলাদেশে
‘বিশেষ ক্ষমতা
আইন’ পাস হয় কখন?
ক. ১৯৭৫ খ.
১৯৭৪ গ. ১৯৭৩ ঘ. ১৯৭২
৯. আহসান
মঞ্জিল নির্মাণ করেন কে?
ক. নবাব
আবদুল গণি খ. শায়েস্তা খান গ. মুর্শিদকুলি খাঁ ঘ. বাহাদুর শাহ
১০.
বাংলাদেশের শিক্ষার হার সর্বোচ্চ কোন বিভাগে?
ক. রাজশাহী
খ. বরিশাল গ. সিলেট ঘ. ঢাকা
১১. ‘মনিপুরী’ উপজাতি বাস করে কোথায়?
ক. সিলেট খ.
চট্টগ্রাম গ. নেত্রকোনা ঘ. বরিশাল
১২. ফরাসি
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন-
ক. দ্বাদশ
লুই খ. ষোড়শ লুই গ. পঞ্চদশ লুই ঘ. চতুর্থ লুই
১৩.
জাতিসংঘের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন?
ক. ইন্দিরা
গান্ধী খ. বেনজির ভুট্টো গ. বিজয় লক্ষ্মী পণ্ডিত ঘ. সাহারা বানু
১৪. আরব
বিশ্বের প্রথম কমিউনিস্ট রাষ্ট্র কোনটি?
ক. ইয়েমেন খ.
সৌদি আরব গ. জর্দান গ. দুবাই
১৫. ইসরাইলকে
স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
ক. সেনেগাল
খ. মিসর গ. ইরান ঘ. ইরাক
১৬. বিশ্বে
চাল রফতানিতে প্রথম স্থানে কোন দেশটি?
ক. চীন খ.
যুক্তরাষ্ট্র গ. থাইল্যান্ড ঘ. শ্রীলংকা
১৭.
জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক.
মন্টিনিগ্রো খ. নাইরু গ. ভ্যাটিকান সিটি ঘ. পূর্বতিমুর
১৮. গঙ্গার
পানি বণ্টন চুক্তির মেয়াদ কত বছর?
ক. ৩৫ বছর খ.
৩০ বছর গ. ৩২ বছর ঘ. ৩৩ বছর
১৯.
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখার নাম কী?
ক. ম্যাকমোহন
লাইন খ. ম্যানারহেইম লাইন গ. ডুরাল্ড লাইন ঘ. র্যাডক্লিফ লাইন
২০. নরওয়ের
পার্লমেন্টের নাম কী?
ক. স্টরটিং
খ. সিম গ. সোংডু ঘ. ফোকেটিং
২১. কোনটি
নিষিদ্ধ দেশ বলে পরিচিত?
ক. নরওয়ে খ.
কুইবেক গ. রোম ঘ. তিব্বত
২২. প্রতি
বছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়-
ক. ১২
অক্টোবর খ. ১৬ অক্টোবর গ. ১ অক্টোবর ঘ. ১ ডিসেম্বর
২৩. ‘পিসার হেলেনা মিনার’ কোথায় অবস্থিত?
ক. চীনে খ.
তুরস্কে গ. ইতালিতে ঘ. জাপানে
২৪. পূর্ব
তিমুরের রাজধানী কোথায়?
ক. দিলি খ.
চিলি গ. বুজুমবুরা ঘ. হাইতি
২৫. বিশ্বকাপ
ফুটবল খেলা শুরু হয় কখন?
ক. ১৯২৫ খ.
১৯৩০ গ. ১৯২৪ ঘ. ১৯২৮
উত্তর : ১.ঘ.
২.খ ৩.ক ৪.খ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.খ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.খ
১৯.গ ২০.ক ২১.ঘ ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.খ।
No comments