বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-০৪

বিসিএস পরীক্ষার প্রস্তুতি সাধারণ জ্ঞান
০১. City of culture নামে খ্যাত শহর কোনটি?
ক. এথেন্স খ. তাসখন্দ গ. প্যারিস ঘ. মস্কো
০২. বাংলা সনের প্রবর্তক কে?
ক. লক্ষণ সেন খ. সম্রাট আকবর গ. সম্রাট অশোক ঘ. বখতিয়ার খিলজি
০৩. কোন দেশ প্রথম বায়োগ্যাসচালিত ট্রেন চালু করেছে?
ক. কানাডা খ. সুইডেন গ. আমেরিকা ঘ. জাপান।
০৪. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
ক. নবাব কুতুবউদ্দিন খ. নবাব হাফিজুর রহমান গ. নবাব আবদুল গণি ঘ. নবাব আবদুল লতিফ।
০৫. হজরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. আফগানিস্তান খ. তুরস্ক গ. ইরান ঘ. মরক্কো।
০৬. বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃত দেয়?
ক. নেপাল খ. ভুটান গ. ভারত ঘ. রাশিয়া
০৭. অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার দেয়া হয় কোন সাল থেকে?
ক. ১৯৬৯ খ. ১৮৬৯ গ. ১৯৭৯ ঘ. ১৮৭৯।
০৮. শেষ মোগল সম্রাট কে ছিলেন?
ক. আওরঙ্গজেব খ. শাহজাহান গ. জাহাঙ্গীর ঘ. দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
০৯. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষাণ্মাসিক পত্রিকা কোনটি?
ক. বাংলা জার্নাল খ. কিশোর জার্নাল
গ. উত্তরাধিকার ঘ. ধান শালিকের দেশ।
১০. A. F. P কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ইংল্যান্ড খ. কানাডা গ. জার্মানি ঘ. ফ্রান্স।
১১. SAARC এর সদর দফতর কোথায় অবস্থিত?
ক. কাঠমান্ডু খ. ঢাকা গ. করাচি ঘ. দিল্লি।
১২. রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৯ ডিসেম্বর খ. ১০ জানুয়ারি
গ. ১৫ মে ঘ. ৯ জুন।
১৩. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
ক. তাজউদ্দীন আহমদ খ. এমএজি ওসমানী গ. এমএইচ খন্দকার ঘ. শাহ আবদুল হামিদ।
১৪. বাংলাদেশের সোড অব অনারপ্রাপ্ত প্রথম নারী কে?
ক. রাজিয়া সুলতানা খ. তারামন বিবি
গ. মারজিয়া ইসলাম ঘ. মারিয়া ইসলাম।
১৫. গৌতমবুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোন দেশে অবস্থিত?
ক. ভারত খ. ভুটান গ. শ্রীলংকা ঘ. নেপাল
১৬. বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ কোনটি?
ক. ভারত খ. রাশিয়া গ. চীন ঘ. যুক্তরাজ্য
১৭. বাগদাদ নগরের পতন হয় কোন সালে?
ক. ১০৫৮ খ্রি. খ. ১১৫৮ খ্রি. গ. ১৩৫৮ খ্রি. ঘ. ১২৫৮ খ্রি.।
১৮. ভূমিকর কোন ধরনের কর?
ক. প্রত্যাশা কর খ. পরোক্ষ কর
গ. মূল্যসংযোজন কর ঘ. প্রবৃদ্ধি কর।
১৯. দি প্রিন্স-এর লেখক কে?
ক. প্লেটো খ. রশো গ. ম্যাকিয়াভেলি ঘ. লক্
২০. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
ক. জাপান খ. মালয়েশিয়া গ. চীন ঘ. ভারত।
২১. Long walk to freedom কার আত্মজীবনী?
ক. মহাত্মা গান্ধী খ. কফি আনান গ. লেনিন ঘ. নেল্সন মেন্ডেলা।
২২. পূর্ব বঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
ক. ১৯৪৭ খ. ১৯৬৬ গ. ১৯৫৬ ঘ. ১৯৪৯।
২৩. বিশ্বের কোন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
ক. ইসরাইল খ. তাইওয়ান গ. সিরিয়া ঘ. জর্ডান।
২৪. কোন নদীটি বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত?
ক. কর্ণফুলী খ. নাফ্ গ. মাতামুহুরী ঘ. পদ্মা।
২৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কোন সালে?
ক. ১৯৪২ খ. ১৯৩১ গ. ১৯৪৭ ঘ. ১৯৪৫।
উত্তর : ০১. গ ০২. খ ০৩. খ ০৪. গ ০৫. খ ০৬. গ ০৭. খ ০৮. ঘ ০৯. ঘ ১০. ঘ ১১. ক ১২.ক ১৩.ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. ঘ.

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.