বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-০৫

বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলা
১। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
ক. শতবার্ষিকী খ. মধু মাখা
গ. পলান্ন ঘ. দিনকতক
২। বড় যদি হতে চাও ছোট হও তবে। এ বাক্যে ছোট শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নীচ খ. ইতর
গ. নম্র ঘ. ক্ষুদ্র
৩। মাংসভোজী পশু অত্যন্ত বলবান। - এটি কোন ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য খ. জটিল বাক্য
গ. সরল বাক্য ঘ. মিশ্র বাক্য
৪। কোনটি তদ্ভব শব্দ?
ক. হস্ত খ. সূর্য
গ. কর্ম ঘ. মাথা
৫। সূর্য শব্দটির সমার্থক কোনটি নয়?
ক. ভানু খ. রবি
গ. ভাস্কর ঘ. দ্বিজরাজ
৬। জীবন বন্দনা কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. সন্ধ্যা খ. মৃত্যুক্ষুধা
গ. যুগ-বাণী ঘ. ব্যথার দান
৭। রাত ও ক্ষীণ শব্দ দুটির বিকল্প শব্দ কোনগুলো?
ক. যামিনি, আত্ম খ. রজনী, অনুগ্রহ
গ. বিভাবরী, শীর্ণ ঘ. নিশীথ, হৃদয়
৮। তস্কর ও নিন্দুক শব্দগুলোর বিপরীত শব্দ কোনগুলো?
ক. কঠিন, নির্দয় খ. সাধু, স্তাবক
গ. কপটতা, বিষাদ ঘ. ডাকাত, অহংকারী
৯। আপনাকে যে বড় বলে বড় সেই নয়। এখানে বড় শব্দটির প্রকৃত অর্থ হল-
ক. ধনী খ. উদার গ. শ্রেষ্ঠ ঘ. জ্যেষ্ঠ
১০। পথহারা এই দরিয়া ... কোন কবিতার অংশ?
ক. ঝড় খ. মেঘনা
গ. সোনার তরী ঘ. পাঞ্জেরী
১১। আম কুড়ানো কোন সমাস
ক. দ্বিতীয়া তৎপুরুষ খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ ঘ. তৃতীয়া তৎপুরুষ
১২। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ কিরীট অর্থ-
ক. মুকুট খ. পতঙ্গ
গ. সুদক্ষ ঘ. জটিলতা
১৩। কোনটি নিয়মানুসারে সন্ধি হয় না?
ক. গায়ক খ. কুলটা
গ. পশ্চাধম ঘ. ভাবুক
১৪। কোন বানানটি শুদ্ধ?
ক. প্রসংশা খ. আষাড়
গ. ব্যঘাত ঘ. গণনা
১৫। ঘটি ডোবে না নামে তাল পুকুর প্রবাদটির অর্থ কী?
ক. যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো খ. সস্তা বস্তু
গ. সুযোগ সন্ধান করা ঘ. মনোযোগ দেয়া
১৬। কাপুরুষ শব্দের সমাস কোনটি?
ক. প্রাদি সমাস
খ. উপপদ তৎপুরুষ সমাস
গ. উপমিত কর্মধারয় সমাস ঘ. উপমান কর্মধারয় সমাস
১৭। মরণোত্তর একুশে পদক কে পেয়েছেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. ফররুখ আহমদ
গ. আহসান হাবীব ঘ. সুকান্ত ভট্টাচার্য
১৮। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে?
ক. যতি খ. ধাতু
গ. উক্তি ঘ. প্রকৃতি
১৯। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. ভারতী খ. সাধনা
গ. মোসলেম ভারত ঘ. ধূমকেতু
২০। হাতির সমার্থক শব্দ কোনটি?
ক. হস্ত খ. হন্ত গ. গজ ঘ. মস্ত
সঠিক উত্তর
১। ক ২। গ ৩। গ ৪। ঘ ৫। ঘ ৬। ক ৭। গ ৮। খ ৯। গ ১০। ঘ ১১। ক ১২। ক ১৩। খ ১৪। ঘ ১৫। ক ১৬। খ ১৭। খ ১৮। খ ১৯। ক ২০। গ।

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.