বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-০৬
বিসিএস পরীক্ষার
প্রস্তুতি বাংলা
১. প্রকৃতির
যে ধর্ম মানুষেরও সে ধর্ম- সে ধর্ম কী?
ক. সমৃদ্ধি
খ. বুদ্ধি গ. বৃদ্ধি ঘ. শুদ্ধি
২. মাইকেল
মধুসূদন দত্তের জন্ম কবে?
ক. ১৮২২ খ.
১৮২৪
গ. ১৮২৯ ঘ.
১৮৩২
৩. বেগম
রোকেয়ার মতে নারী শিক্ষার লক্ষ্য...
ক.
আত্ম-উপলব্ধি খ. ডিগ্রি অর্জন
গ. চাকরি লাভ
ঘ. নাগরিক
অধিকার লাভের সামর্থ্য
০৪. আঁদ্রে
জিদ কোন দেশের সাহিত্যিক ছিলেন?
ক. রাশিয়া খ.
ফ্রান্স
গ. সুইডেন ঘ.
ইংল্যান্ড
০৫. ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী?
ক. মনে রাখা
খ. প্রসন্ন হওয়া
গ. গৌরব
বাড়ানো ঘ. সংযত হওয়া
০৬. পদ্মা
নদীতে কুবেররা মাছ ধরেছিল...
ক. সন্ধ্যার
পর খ. সারারাত
গ. ভোরে ঘ.
মাঝরাতে
০৭. সেতারা
শব্দের অর্থ কী?
ক. তারকা খ.
বাদ্যযন্ত্র
গ. সূর্যোদয়
ঘ. দ্বাদশীর চাঁদ
০৮. পোলাও
শব্দটি...
ক. ফারসি খ.
সংস্কৃত
গ. বাংলা ঘ.
আরবি-
০৯. সুগন্ধের
সমার্থক শব্দ...
ক. গন্ধবহ খ.
পরিবাহী
গ. পরিমল ঘ.
খোশ-আম্দেদ
১০. কোনটি
সন্ধিজাত শব্দ?
ক. শীতল খ.
সংখ্যা
গ. অধিকার ঘ.
তোমার
১১. The
Leader give a telling speech- এ বাক্যের যথার্থ বঙ্গানুবাদ...
ক. নেতা
জ্বালাময়ী বক্তৃতা দিলেন
খ. নেতা
অসাধারণ বক্তৃতা দিলেন
গ. নেতা
মারাত্মক বক্তৃতা দিলেন
ঘ. নেতা
কার্যকর বক্তৃতা দিলেন
১২. ‘এই লোকটিকে যেন আগে কোথায় দেখেছি। এ
বাক্যে ‘যেন’ অব্যয় পদের অর্থ...
ক. সন্দেহ খ.
অবিশ্বাস
গ. অনুমান ঘ.
দ্বিধা
১৩. ‘অলি-গলি’ শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলা হয়-
ক. দ্বিরুক্ত
ধনাত্মক শব্দ খ. দ্বিরুক্ত অনুকার শব্দ
গ. অনুকার
শব্দদ্বৈত ঘ. দ্বিরুক্ত অনুচর শব্দ
১৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্ত বন্দনায় কবির বিমুখতার
কারণ...
ক. রাগ খ.
অভিমান
গ. প্রিয়া
বিয়োগ ঘ. হতাশা
১৫. ‘পান্তা ভাতে ঘি’ বাগধারার অর্থ...
ক. বিলাস খ.
অপচয়
গ. স্বাদু ঘ.
নষ্ট
১৬. ঘটোৎকচকে
বধ করেছিল...
ক. রাবণ খ.
হিড়িম্বা গ. গরুড় ঘ. কর্ণ
১৭. তশাক
শব্দের অর্থ হল...
ক. চোর খ.
কাঠুরে
গ. প্রবঞ্চক
ঘ. ছুতার
১৮. ‘সে জানে আমি কেমন।’ এ বাক্য ‘আমি কেমন’...
ক. বিশেষ্য
খ. বিশেষণ স্থানীয়
গ. সর্বনাম
স্থানীয় ঘ. ক্রিয়া স্থানীয়
১৯. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটি কোন যুদ্ধ নিয়ে রচিত?
ক. পানিপথের
প্রথম যুদ্ধ
খ. পানিপথের
দ্বিতীয় যুদ্ধ
গ. পানিপথের
তৃতীয় যুদ্ধ
ঘ. পলাশীর
যুদ্ধ
২০. .......
রোগা মানুষ সমস্ত রাত খেতে পারে না : উক্তিটি কার?
ক.
মৃত্যুঞ্জয় খ. ন্যাড়া
গ. বিলাসী ঘ.
খুড়া
২১. ‘পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি’- পরবর্তী পঙ্ক্তি কোনটি?
ক. মজিনু
বিফলতপে অবরেণ্যেবরি
খ. কাটাইনু
বহুদিন সুখ পরিহরি
গ. কেলিনু
শৈবালে, ভুলি-কমল কানন
ঘ. তা সবে,
(অবোধ আমি) অবহেলা করি;
উত্তর : ১.গ
২.খ ৩.ঘ ৪.খ ৫.খ ৬.খ ৭.ক ৮.ক ৯.গ ১০.খ ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ
১৯.গ ২০.গ ২১.খ ।
No comments