বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-০৭

বিসিএস পরীক্ষার প্রস্তুতি সাধারণ জ্ঞান
০১. ILO এর সদর দফতর কোথায়?
ক. ঢাকা খ. কলকাতা গ. জেনেভা ঘ. ওয়াশিংটন
০২. বাংলাদেশে বসবাস করে না কোন আদিবাসী?
ক. রাখাইন খ. নাগা
গ. মণিপুরী ঘ. খাসিয়া
০৩. হিরোসিমার ওপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয়-
ক. ৭ মে, ১৯৪৫ খ. ৬ আগস্ট, ১৯৪৫
গ. ১ মে, ১৯৪৫ ঘ. ৭ জুন, ১৯৪৫
০৪. কোন দেশে মাওবাদীরা রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে?
ক. ভুটান খ. নেপাল
গ. শ্রীলংকা ঘ. মালদ্বীপ
০৫. আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালিত হয়-
ক. ১০ ডিসেম্বর খ. ১০ নভেম্বর
গ. ২০ নভেম্বর ঘ. ২০ ডিসেম্বর
০৬. বাংলাদেশে কোন ভূমি রূপটি নেই?
ক. মালভূমি খ. প্লাবন সমভূমি
গ. পাহাড় ঘ. দ্বীপ
০৭. উদারবাদী দার্শনিক হলেন-
ক. প্লেটো খ. মিল
গ. লক ঘ. হেগেন
০৮. সাম্য ও স্বাধীনতার সম্পর্ক কীরূপ?
ক. পরস্পরবিরোধী
খ. পরস্পর সম্পূরক
গ. তিক্ততায় পরিপূর্ণ
ঘ. ওপরের কোনোটিই নয়।
০৯. কোন বৈশিষ্ট্যটি রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য নির্দেশ করে?
ক. জনসংখ্যা খ. ভূ-খণ্ড
গ. ঐক্য ঘ. সার্বভৌমত্ব
১০. জাতীয় সংসদে বর্তমানে সংরক্ষিত নারী আসন কতটি?
ক. ৩০ খ. ৩৫ গ. ৪০ ঘ ৪৫
১১. কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন-
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. একে ফজলুল হক
ঘ. মওলানা ভাসানী
১২. কোন যুগে সামন্ততন্ত্রের উদ্ভব হয়?
ক. প্রাচীন খ. বর্তমান
গ. মধ্য ঘ. আধুনিক
১৩. মঙ্গোলয়েডরা প্রধানত কোন মহাদেশে বাস করে?
ক. আফ্রিকা খ. আমেরিকা
গ. ইউরোপ ঘ. এশিয়া
১৪. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে-
ক. ১.৪৩% খ. ১.৮% গ. ২% ঘ. ২.৩%
১৫. বড়পুকুরিয়া কয়লাখনি কোথায় অবস্থিত?
ক. সিলেট খ. দিনাজপুর
গ. বরিশাল ঘ. রংপুর
১৬. কৃষি ঋণের প্রধান উৎস-
ক. বাংলাদেশ ব্যাংক খ. শিল্প ব্যাংক
গ. বাংলাদেশ কৃষি ব্যাংক ঘ. গ্রাম্য মহাজন
১৭. অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে বোঝায়?
ক. জাতীয় আয়ের প্রবৃদ্ধির হার
খ. জাতীয় উৎপাদন কাঠামো পরিবর্তনের হার
গ. শ্রম কাঠামো পরিবর্তনের হার
ঘ. সামাজিক অবকাঠামো পরিবর্তনের হার
১৮. বর্তমান বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি?
ক. আমদানি শুল্ক খ. আবগারি শুল্ক
গ. ভ্যাট ঘ. আয়কর
১৯. ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
ক. ফজলে লোহানী খ. অধ্যাপক ইউনূস
গ. ফজলে হাসান আবেদ ঘ. ফজলুল হক
২০. বাংলাদেশে যৌতুকবিরোধী আইন প্রণীত হয়-
ক. ১৯৮০ খ. ১৯৮৩
গ. ১৯৯০ ঘ. ১৯৯৫
উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. ক ৬. ক ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ক

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.