বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-১০

বিসিএস পরীক্ষার প্রস্তুতি


সাধারণ জ্ঞান
১. কনফুসিয়াস নামটি কোন দেশের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. জাপান খ. চীন
গ. থাইল্যান্ড ঘ. কোরিয়া
২. নাইকো গ্যাস কোম্পানি কোন দেশের?
ক. যুক্তরাষ্ট্র খ. কানাডা
গ. ব্রিটেন ঘ. অস্ট্রেলিয়া
৩. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক. মেক্সিকো খ. যুক্তরাষ্ট্র
গ. কানাডা ঘ. যুক্তরাজ্য
৪. পৃথিবীর নিকটতম গ্রহ-
ক. বুধ খ. মঙ্গল
গ. শুক্র ঘ. শনি
৫. ঝঅঅজঈ-এর সদস্য সংখ্যা কত?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
৬. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ খাত কোনটি?
ক. পাটজাত দ্রব্য খ. হিমায়িত চিংড়ি
গ. তৈরি পোশাক ঘ. প্রাকৃতিক গ্যাস
৭. টাইগ্রিস নদী কোথায় অবস্থিত?
ক. মিসর খ. আফগানিস্তান
গ. সৌদি আরব ঘ. ইরাক
৮. পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?
ক. ইরাবতী খ. ইয়াংসিকিয়াং
গ. আমাজান ঘ. কঙ্গো
৯. জি-৮ এর একমাত্র এশিয়ান দেশ-
ক. কোরিয়া খ. ভারত
গ. জাপান ঘ. চীন
১০. পৃথিবীতে কোন ভাষায় সর্বাধিক মানুষ কথা বলে?
ক. ইংরেজি খ. ফ্রেঞ্চ
গ. মান্দারিন ঘ. আরবি
১১. প্রাচ্যের ভেনিস কোন শহরকে বলা হয়?
ক. ব্যাংকক খ. ঢাকা গ. বেইজিং ঘ. ভেনিস
১২. স্ফিংস কোথায় অবস্থিত?
ক. মিসর খ. লিবিয়া
গ. মরক্কো ঘ. ইতালি
১৩. কোনটি দ্বীপ রাষ্ট্র নয়?
ক. কোরিয়া খ. অস্ট্রেলিয়া
গ. ইংল্যান্ড ঘ. ফিজি
১৪. মাউন্ট ফুজিয়ানা কোথায় অবস্থিত?
ক. ইতালি খ. কোরিয়া
গ. জাপান ঘ. হাওয়াই
১৫. সাধারণত চাহিদা হ্রাস পায় কোন কারণে?
ক. কোনো পণ্যের দাম বাড়লে
খ. চাহিদা বৃদ্ধি পেলে
গ. চাহিদার পরিবর্তন না হলে ঘ. কোনোটি নয়
১৬. কোনটি উৎপাদনের উপকরণ নয়?
ক. জমি খ. শ্রমিক
গ. সংগঠন ঘ. রাজনীতি
১৭. একজন শ্রমিক কিসের বিনিময়ে তার শ্রম বিক্রি করে?
ক. টাকা খ. সেবা গ. আনন্দ ঘ. মজুরি
১৮. পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
ক. সুমেরীয় খ. মেসোপটেমিয়া
গ. চৈনিক ঘ. মিসরীয়
১৯. পানামা খাল সংযুক্ত করেছে-
ক. ভারত মহাসাগর+আটলান্টিক মহাসাগর
খ. আটলান্টিক মহাসাগর+প্রশান্ত মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর+ভারত মহাসাগর
ঘ. আটলান্টিক মহাসাগর+বঙ্গোপসাগর
২০. কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না-
ক. হংকং খ. সিঙ্গাপুর
গ. থাইল্যান্ড ঘ. চীন
২১. বাংলাদেশের প্রধান খনিজসম্পদ কোনটি?
ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস
গ. চুনাপাথর ঘ. জিপসাম
২২. বাংলাদেশের সবচেয়ে বৃষ্টি বহুল অঞ্চল-
ক. ঢাকা খ. খুলনা
গ. সিলেট ঘ. রাজশাহী
উত্তর : ১.খ ২.খ ৩.গ ৪.গ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.গ ১১.ক ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.গ ২১.খ ২২.গ

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.