বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-০৯

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

বাংলা

১. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. ভোজন খ. চনি
গ. সৌরভ ঘ. জনতা
২. নিচের কোনটি রূঢ়ি শব্দ?
ক. সন্দেশ খ. পঙ্কজ
গ. গোলাপ ঘ. ডুবুরি
৩. অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে কোন গল্পের অংশ?
ক. বিলাসী খ. হৈমন্তী
গ. একুশের গল্প ঘ. অর্ধাঙ্গী
৪. কামস্কাটকা কোথায় অবস্থিত?
ক. চীন খ. কোরিয়া গ. ভারত ঘ. রাশিয়া
৫. কোথক্লাস বলতে বর্তমানে-
ক. নবম শ্রেণি খ. সপ্তম শ্রেণি
গ. অষ্টম শ্রেণি ঘ. দশম শ্রেণি
৬. বিদেশি তদ্বিত প্রত্যয়যোগে সাধিত শব্দ কোনটি?
ক. টিপসই খ. নামসই গ. মানানসই ঘ. হাটুরে
৭. আচার প্রবন্ধ কার লেখা?
ক. মধুসূদন দত্ত খ. ভূদেব বাবু
গ. রবীন্দ্রনাথ ঘ. বিদ্যাসাগর
৮. বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. ভারতী খ. সবুজপত্র
গ. দিকদর্পণ ঘ. নয়া আলো
৯. পঞ্চমুখ শব্দের অর্থ কী?
ক. পাঁচ মুখ খ. প্রশংসা মুখর হওয়া
গ. পাতার মুখ ঘ. মুখে হাত লাগানো
১০. মতিচূর কার লেখা?
ক. রোকেয়া সাখাওয়াত হোসেন
খ. সুফিয়া কামাল
গ. সুলতানা রাজিয়া ঘ. শওকত উসমান
১১. হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ লাইনটি নেয়া হয়েছে-
ক. বিলাসী খ. হৈমন্তী
গ. অর্ধাঙ্গী ঘ. একুশের গল্প
১২. কলম্বাস কোন দেশের নাবিক?
ক. ইতালি খ. ফ্রান্স
গ. আমেরিকা ঘ. চীন
১৩. বোধোদয় প্রথম প্রকাশিত হয় কখন?
ক. ১৮৪৫ খ. ১৮৫৫
গ. ১৮৫০ ঘ. ১৮৫১
১৪. পয়জার শব্দের অর্থ কী?
ক. জুতো খ. পায়জামা
গ. পাঞ্জাবি ঘ. ফতুয়া
১৫. সঠিক বানান নির্ণয় কর-
ক. শারীরিক খ. শারিরীক
গ. শারীরীক ঘ. শারিরিক
১৬. বায়স শব্দের অর্থ কী?
ক. বয়স খ. বাড়ি গ. কাক ঘ. ঠোঁট
১৭. ভ্লাদিমির ইলিচ উইলয়ানোফ-এর ছদ্ম নাম কী?
ক. লেনিন খ. মুসোলিনি
গ. সাইয়্যার ঘ. সানইয়াত
১৮. কাজী নজরুল ইসলাম সিরাজগঞ্জে কত সালে যৌবনের গান অভিভাষণটি দেন?
ক. ১৯৩২ খ. ১৯৩৪ গ. ১৯৩১ ঘ. ১৯৩০
১৯. শকল শব্দের অর্থ কী?
ক. সব খ. মাছের আঁশ
গ. বাঁশ ঘ. শিকল
২০. একটু দাঁড়াও সৌদামিনী গল্পে কার উক্তি?
ক. মাঝির মাল্লার খ. গল্প কথকের
গ. পথচারীর ঘ. পাদ্রির
২১. কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?
ক. তুমি গান করতে পার
খ. আমি এই মাত্র এলাম
গ. শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন
ঘ. হামিদকে দেখে খুশি হলাম
উত্তর : ১.ক, ২.ক, ৩.ক, ৪.ঘ, ৫.খ, ৬.গ, ৭.খ, ৮.ক, ৯.খ, ১০.ক, ১১.গ, ১২.ক, ১৩.ঘ, ১৪.ক, ১৫.ক, ১৬.গ, ১৭.ক, ১৮.ক, ১৯.খ, ২০.ক, ২১.খ।

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.