বিসিএস পরীক্ষার প্রস্তুতি টিউটোরিয়াল-১১

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

১। কোন দেশটির শিশু জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য?
ক) আইভরিকোস্ট খ) কোস্টারিকা
গ) মোজাম্বিক ঘ) ভ্যাটিকান সিটি
২। Eifel tower-এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত?
ক) Saar খ) Danus গ) Rhine ঘ) Seine
৩। সুইস গার্ড কার নিরাপত্তা বিধান করেন?
ক) পোপ খ) জাতিসংঘ মহাসচিব
গ) সুইজ প্রেসিডেন্ট ঘ) বাংলাদেশের রাষ্ট্রপতি
৪। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি?
ক) কামরুল ইসলাম খ) লুই আই কান
গ) ফজলুর রহমান ঘ) মাজহারুল ইসলাম
৫। কিন গ্রিজ কোন নদীর ওপর অবস্থিত?
ক) কুশিয়ারা খ) সুরমা গ) রূপসা ঘ) মনু
৬। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত?
ক) আমেরিকান পিস সেন্টার খ) জিরো পয়েন্ট
গ) গ্রাউন্ড জিরো ঘ) ওয়ার্ল্ড সেন্টার
৭। সম্প্রতি কোন দেশের একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট?
ক) আইভরিকোস্ট খ) সিয়েরালিওন
গ) লাইবেরিয়া ঘ) বেনিন
৮। ইন্টারপোল কি?
ক) আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা
খ) ফ্রান্সের রাষ্ট্রীয় পুলিশ বাহিনী
গ) ইটালির ফুটবল ক্লাব
ঘ) আন্তর্জাতিক পুলিশ সংস্থা
৯। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) লর্ড ক্লাইভ খ) লর্ড কর্নওয়ালিস
গ) ওয়ারেন হেস্টিংস ঘ) জন মেয়ার
১০। VGF কার্ড-এর পূর্ণ অভিব্যক্তি কোনটি?
ক) Vulnerable Group Food
খ) Vulnerable Group Facilities
গ) Vulnerable Group Feeding
ঘ) Vulnerable Group Functions
১১। ডুবো জাহাজ হতে পানির উপর কোন বস্তু দেখার জন্য ব্যবহৃত হয়-
ক) বাইনোকুলার খ) টেলিস্কোপ
গ) পেরিস্কোপ ঘ) নভোঃমাইক্রোস্কোপ
১২। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক) ইতালি খ) স্পেন গ) তুরস্ক ঘ) গ্রিস
১৩। কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?
ক) ইউনিসেফ খ) ইউনেস্কো
গ) ইউএনডিপি ঘ) ইউএনএফপিএ
১৪। আবিসিনিয়ার বর্তমান নাম কি?
ক) ইয়েমেন খ) জর্ডান
গ) সিরিয়া ঘ) ইথিওপিয়া
১৫। ফিলাটেলি শব্দটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
ক) টেলিফোন খ) ই-মেইল
গ) ডাক বিভাগ ঘ) টেলিভিশন
১৬। নিম্নের কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?
ক) ফিনল্যান্ড খ) জার্মানি
গ) লুক্সেমবার্গ ঘ) নরওয়ে
১৭। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম-
ক) সুয়েজ খাল খ) পানামা খাল
গ) পক প্রণালী ঘ) জিব্রাল্টার প্রণালী
১৮। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম-
ক) রায় খ) বঙ্গ গ) হরিকেল ঘ) পুন্ড্র
১৯। বাংলাদেশের প্রাচীনতম বন্দর নগরী-
ক) মহাস্থানগর খ) পুন্ড্রবর্ধন
গ) ময়নামতি ঘ) সমতট
২০। কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সালটি বিখ্যাত?
ক) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা খ) ওয়াটারলুর যুদ্ধ
গ) ফরাসি বিপ্লব ঘ) শিল্প বিপ্লব
উত্তর : ১.ঘ ২.ঘ ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.খ ৮.ঘ ৯.খ ১০.গ ১১.গ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.গ।

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.