বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৫১

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

দৈনন্দিন বিজ্ঞান

১। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
ক) ইলেকট্রন ও প্রোটন খ) নিউট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেকট্রন ও পজিট্রন
২। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-
ক) যুক্ত অবস্থার চাইতে কম
খ) যুক্ত অবস্থার চাইতে অধিক
গ) যুক্ত অবস্থার সমান
ঘ) কোনোটিই সঠিক নয়
৩। এসবেস্টস কী?
ক) অগ্নি নিরোধক খনিজ পদার্থ
খ) কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
গ) বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
ঘ) এক ধরনের রাসায়নিক পদার্থ
৪। কার্বনের পারমাণবিক সংখ্যা-
ক) ৫ খ) ৬ গ) ৯ ঘ) ১২
৫। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
ক) ৭২ খ) ৭৩ গ) ৯২ ঘ) ৯৩
৬। এরোপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হল-
ক) হিলিয়াম খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন ঘ) হাইড্রোজেন
৭। নিষ্ক্রিয় গ্যাস কয়টি?
ক) ২ খ) ৩ গ) ৬ ঘ) ৮
৮। পর্যায় সারণির জনক কে?
ক) মেন্ডেলিফ খ) মেন্ডেল
গ) লিনিয়াস ঘ) ডাল্টন
৯। ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক) ঐব খ) ঘব গ) ঢব ঘ) অৎ
১০। যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের- বলা হয়।
ক) আইসোটোপ খ) আইসোটন
গ) আইসোবার ঘ) ডাল্টন
১১। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে?
ক) রুপা খ) সোনা
গ) তামা ঘ) লোহা
১২। কোনটি সবচেয়ে ভারী ধাতু?
ক) লোহা খ) পারদ
গ) প্লাটিনাম ঘ) নিকেল
১৩। সোনা, হীরক পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়?
ক) ব্যারেল খ) ক্যারেট
গ) ক্যারেল ঘ) কিউসেক
১৪। কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়?
ক) সোডিয়াম খ) ম্যাগনেসিয়াম
গ) পটাশিয়াম ঘ) অক্সিজেন
১৫। শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ ধারণ করে কোন ধাতু?
ক) পটাশিয়াম খ) সোডিয়াম
গ) তামা ঘ) ক্যালসিয়াম
১৬। নিচের কোনটি অভিজাত ধাতু?
ক) সোনা খ) রুপা
গ) প্লাটিনাম ঘ) ওপরের সবগুলো
১৭। নিচের কোন ধাতুটি বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়?
ক) অ্যান্টিমনি খ) সোডিয়াম
গ) লোহা ঘ) তামা
১৮। কত ক্যারটবিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা?
ক) ২২ ক্যারট খ) ২৪ ক্যারট
গ) ২৮ ক্যারট ঘ) ১৮ ক্যারট
১৯। কোনটি ক্ষার ধাতু?
ক) লিথিয়াম খ) সোডিয়াম
ু গ) পটাশিয়াম ঘ) ওপরের সবগুলো
২০। কোনটি মৃৎক্ষার ধাতু?
ক) ম্যাগনেসিয়াম খ) ক্যালসিয়াম
গ) স্ট্রনসিয়াম ঘ) ওপরের সবগুলো
উত্তরমালা : ১.খ, ২.খ, ৩.ক, ৪.খ, ৫.গ, ৬.ক, ৭.গ, ৮.ক, ৯.গ, ১০.গ, ১১.গ, ১২.গ, ১৩.খ, ১৪.গ, ১৫.ক, ১৬.ঘ, ১৭.ঘ, ১৮.খ, ১৯.ঘ, ২০.ঘ।
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.