বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৫০

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

দৈনন্দিন বিজ্ঞান

১। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে?
ক) রুপা খ) সোনা গ) তামা ঘ) লোহা
২। কোনটি সবচেয়ে ভারী ধাতু?
ক) লোহা খ) পারদ গ) প্লাটিনাম ঘ) নিকেল
৩। সোনা, হীরক পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়?
ক) ব্যারেল খ) ক্যারেট গ) ক্যারেল ঘ) কিউসেক
৪। কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়?
ক) সোডিয়াম খ) ম্যাগনেসিয়াম
গ) পটাশিয়াম ঘ) অক্সিজেন
৫। শিখা পরীক্ষায় বেগুনী বর্ণ ধারণ করে কোন ধাতু?
ক) পটাশিয়াম খ) সোডিয়াম
গ) তামা ঘ) ক্যালসিয়াম
৬। নিচের কোনটি অভিজাত ধাতু?
ক) সোনা খ) রুপা
গ) প্লাটিনাম ঘ) ওপরের সবগুলো
৭। নিচের কোন ধাতুটি বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়?
ক) অ্যান্টিমনি খ) সোডিয়াম
গ) লোহা ঘ) তামা
৮। কত ক্যারটবিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা?
ক) ২২ ক্যারট খ) ২৪ ক্যারট
গ) ২৮ ক্যারট ঘ) ১৮ ক্যারট
৯। কোনটি ক্ষার ধাতু?
ক) লিথিয়াম খ) সোডিয়াম
গ) পটাশিয়াম ঘ) ওপরের সবগুলো
১০। কোনটি মৃৎক্ষার ধাতু?
ক) ম্যাগনেসিয়াম খ) ক্যালসিয়াম
গ) স্ট্রনসিয়াম ঘ) ওপরের সবগুলো
১১। কোনটি নরম ধাতু?
ক) সোডিয়াম খ) পটাশিয়াম
গ) লেড ঘ) ওপরের সবগুলো
১২। এসবেস্টস কী?
ক) অগ্নি নিরোধক খনিজ পদার্থ
খ) কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
গ) বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
ঘ) এক ধরনের রাসায়নিক পদার্থ
১৩। জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়-
ক) সোনা খ) কালোসোনা
গ) রুপা ঘ) প্লাটিনাম
১৪। নিচের কোনটি খনিজ পদার্থ?
ক) সোনা খ) রুপা
গ) লোহা ঘ) ওপরের সবগুলো
১৫। সোডিয়ামের আকরিক কোনটি?
ক) ডলোমাইট খ) গ্যালেনা
গ) সল্টপিটার ঘ) রকসল্ট
১৬। পটাশিয়াম মৌলটির প্রতীক কোনটি?
ক) চঃ খ) চধ গ) ক ঘ) চড়
১৭। একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি?
ক) ১ খ) ৩ গ) ৫ ঘ) ৬
১৮। ইলেকট্রন কে আবিষ্কার করেন?
ক) থমসন খ) নীলস বোর
গ) রাদারফোর্ড ঘ) জেমস চ্যাডউইক
১৯। প্রোটন কে আবিষ্কার করেন?
ক) চ্যাডউইক খ) রাদারফোর্ড
গ) থমসন ঘ) কিউরি
২০। নিউট্রন কে আবিষ্কার করেন?
ক) চ্যাডউইক খ) থমসন
গ) রাদারফোর্ড ঘ) কিউরিয়াস
উত্তর : ১.গ, ২.গ, ৩.খ, ৪.গ, ৫.ক, ৬.ঘ, ৭.ঘ, ৮.খ, ৯.ঘ, ১০.ঘ, ১১.ঘ, ১২.ক, ১৩.খ, ১৪.ঘ, ১৫.ঘ, ১৬.গ, ১৭.খ, ১৮.ক, ১৯.খ, ২০.ক,
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.