বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৪১

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

বাংলা

১. লাল নীল দীপাবলি- কার রচনা?
ক. শামসুর রেহমান খ. হুমায়ূন আহমেদ
গ. হুমায়ুন আজাদ ঘ. সৈয়দ শামসুল হক
২. পায়ের আওয়াজ পাওয়া যায়- কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস খ. ছোটগল্প
গ. কবিতাগ্রন্থ ঘ. নাটক
৩. আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে- পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. সিকান্দার আবু জাফর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
৪. মোদের গরব, মোদের আশা আ মরি বাংলা ভাষা- এর রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. অতুলপ্রসাদ সেন ঘ. রামনিধি গুপ্ত
৫. রত্নাকরশব্দটির সন্ধি বিচ্ছেদ-
ক. রত্না+আবার খ. রত্ন+আকর
গ. রত্না+কর ঘ. রত্ন+কর
৬. কোন বানানটি শুদ্ধ?
ক. সান্ত্বনা খ. শান্তনা
গ. স্বান্তনা ঘ. শ্বান্তনা
৭. রামগরুড়ের ছানাবলতে বুঝায়?
ক. আমুদে লোক খ. অদ্ভুত লোক
গ. নির্বোধ লোক ঘ. গোমড়ামুখো লোক
৮. উপরোধশব্দের অর্থ কী?
ক. প্রতিরোধ খ. অনুরোধ
গ. উপস্থাপন ঘ. উপযোগী
৯. দোজখের ওমগল্পগন্থটি কার রচনা?
ক. আখতারুজ্জামান ইলিয়াস খ. হাসান আজিজুল হক
গ. শওকত ওসমান ঘ. হুমায়ূন আহমেদ
১০. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক. সাহেব খ. বেয়াই
গ. কবিরাজ ঘ. ডাক্তার
১১. লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক খ. হুমায়ূন আহমেদ
গ. রফিকুল ইসলাম বীর উত্তম ঘ. সেলিনা বেগম
১২. কাঁশবনের কন্যাকোন জাতীয় রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. ছোটগল্প
১৩. কবরকবিতার রচয়িতা কে?
ক. কবি জসীমউদ্দীন খ. কবি নজরুল ইসলাম
গ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. মুনীর চৌধুরী
১৪. মহাকীর্তি-এর ব্যাসবাক্য কোনটি?
ক. মহান যে কীর্তি খ. মহতী যে কীর্তি
গ. মহৎ যে কীর্তি ঘ. মহা যে কীর্তি
১৫. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
ক. শূন্যপুরান খ. ডাকার্নব
গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. গীতগোবিন্দ
১৬. কবি নজরুল ইসলামের কোনো কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন?
ক. বিদ্রোহী খ. দারিদ্র্য
গ. নতুন চাঁদ ঘ. আনন্দময়ীর আগমনে
১৭. বাংলাদেশ স্বপ্ন দেখে- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. আল মাহমুদ
গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. নির্মলেন্দু গুণ
১৮. সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
ক. কবর খ. বহুব্রীহি
গ. ওরা কদম আলী ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
১৯. গুরুজনে কর ভক্তি- গুরুজনেকোন প্রকারের কারক?
ক. কর্তৃকারক খ. করণ কারক
গ. সম্প্রদান কারক ঘ. অপাদান কারক
২০. সোনালী কাবিনকাব্যের রচয়িতা কে?
ক. হুমায়ুন আজাদ খ. শক্তি চট্টোপাধ্যায়
গ. বিনয় ঘোষ ঘ. আল মাহমুদ
উত্তর : ১.গ ২.ঘ ৩.গ ৪.গ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.ক ১০.গ ১১.গ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.গ ২০.ঘ
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.