বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৪০

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

বাংলা

১। নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. জমিদারি খ. পোদ্দারি গ. উমেদারি ঘ. সরকারি
২। নিচের কোন শব্দের ইক প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণসিদ্ধ না হলেও বহুল আলোচিত?
ক. প্রশাসনিক খ. মৌখিক গ. ঔপনিবেশিক ঘ. শারীরিক
৩। কোনটি বাঙলা ধাতু?
ক. কাট্ খ. কৃ গ. মাগ্ ঘ. গম্
৪। কোন শব্দটির বানান সঠিক?
ক. দোষণীয় খ. দূষণীয় গ. দূষণিয় ঘ. দোষনীয়
৫। কোন ধরনের শব্দে কখনই মূর্ধন্য-ণ হবে না?
ক. তৎসম খ. তদ্ভব গ. বিদেশি ঘ. আঞ্চলিক
৬। হ্ম-এর বিশিষ্ট রূপ-
ক. ক+ষ খ. ক+খ+গ গ. ক+ষ+ম ঘ. হ+ম
৭। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি?
ক. ২৫টি খ. ৩৯টি গ. ২৬টি ঘ. ৪৯টি
৮। ব্যাকরণ মঞ্জরীকার লেখা?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. ড. মুহম্মদ এনামুল হক
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. মুহম্মদ আবদুল হাই
৯। নিচের কোনটি ব্যাকরণের শাখা নয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভূ-তত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১০। ক্ষযুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত?
ক. খ+য খ. ম+হ গ. ক+স ঘ. ক+ষ
১১। বাক্সবাস্ক হওয়ার রীতিকে বলা হয়-
ক. ধ্বনি বিপর্যয় খ. ধ্বনিসাম্য গ. ধ্বনিলোপ ঘ. ব্যঞ্জনাগম
১২। কোনটি শুদ্ধ বানান?
ক. অন্বেষণ খ. অন্বেষণ গ. অন্বেশন ঘ. অন্বেশণ
১৩। কাজটি ভালো দেখায় না- এই বাক্যের দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
ক. মৌলিক ধাতুর খ. নাম ধাতুর গ. প্রযোজক ধাতুর ঘ. কর্মবাচ্যের ধাতুর
১৪। যে ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয়-
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু গ. যৌগিক ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
১৫। কোনটি অপিনিহিতর উদাহরণ?
ক. ইস্কুল খ. আইজ গ. গেলাস ঘ. ধপাধপ
১৬। বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ক. উ খ. ঞ গ. ন ঘ. ণ
১৭। কোনটি যুক্তবর্ণ নয়, চিহ্নিত কর।
ক. কৃ খ. স্ট গ. ক্ত ঘ. এ
১৮। তালব্য বর্ণ কোনগুলো?
ক. এ, ঐ খ. ই, ঈ গ. উ, ঊ ঘ. ও, ঔ
১৯। তৎসমশব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক. চলতি রীতি খ. সাধু রীতি গ. মিশ্র রীতি গ. আঞ্চলিক রীতি
২০। ঋণকিসের প্রতীক?
ক. ধ্বনি খ. শব্দ গ. অক্ষর ঘ. স্বরবর্ণ
উত্তর : ১। খ. ২। গ. ৩। ক. ৪। খ. ৫। গ. ৬। ঘ. ৭। ক. ৮। খ. ৯। খ. ১০। ঘ. ১১। ক. ১২। ক. ১৩। ঘ. ১৪। খ. ১৫। ক. ১৬। খ. ১৭। ঘ. ১৮। খ. ১৯। খ. ২০। ক
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.