বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলা-৫৭


নিম্নের কোনটিতে বৃত্তি অর্থেপ্রত্যয় যুক্ত হয়েছে?

. জমিদারি . পোদ্দারি . উমেদারি . সরকারি

২। নিচের কোন শব্দেরইকপ্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণসিদ্ধ না হলেও বহুল আলোচিত?

. প্রশাসনিক . মৌখিক . ঔপনিবেশিক . শারীরিক

৩। কোনটি বাঙলা ধাতু?

. কাট্ . কৃ . মাগ্ . গম্

৪। কোন শব্দটির বানান সঠিক?

. দোষণীয় . দূষণীয় . দূষণিয় . দোষনীয়

৫। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য- হবে না?

. তৎসম . তদ্ভব . বিদেশি . আঞ্চলিক

৬।হ্ম’-এর বিশিষ্ট রূপ-

. + . ++ . ++ . +

৭। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি?

. ২৫টি . ৩৯টি . ২৬টি . ৪৯টি

৮।ব্যাকরণ মঞ্জরীকার লেখা?

. . মুহম্মদ শহীদুল্লাহ . . মুহম্মদ এনামুল হক . সুনীতিকুমার চট্টোপাধ্যায় . মুহম্মদ আবদুল হাই

৯। নিচের কোনটি ব্যাকরণের শাখা নয়?

. ধ্বনিতত্ত্ব . ভূ-তত্ত্ব . রূপতত্ত্ব . বাক্যতত্ত্ব

১০।ক্ষযুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত?

. + . + . + . +

১১।বাক্সবাস্ক হওয়ার রীতিকে বলা হয়-

. ধ্বনি বিপর্যয় . ধ্বনিসাম্য . ধ্বনিলোপ . ব্যঞ্জনাগম

১২। কোনটি শুদ্ধ বানান?

. অন্বেষণ . অণ্বেষণ . অন্বেশন . অণ্বেশন

১৩। কাজটি ভালো দেখায় না- এই বাক্যেরদেখায়ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?

. মৌলিক ধাতুর . নাম ধাতুর . প্রযোজক ধাতুর . কর্মবাচ্যের ধাতুর

১৪। যে ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয়-

. সাধিত ধাতু . মৌলিক ধাতু . যৌগিক ধাতু . সংযোগমূলক ধাতু

১৫। কোনটি অপিনিহিতর উদাহরণ?

. ইস্কুল . আইজ . গেলাস . ধপাধপ

১৬।বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?

. . . .

১৭। কোনটি যুক্তবর্ণ নয়, চিহ্নিত কর

. কৃ . স্ট . ক্ত .

১৮। তালব্য বর্ণ কোনগুলো?

. , . , . , . ,

১৯।তৎসমশব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

. চলতি রীতি . সাধু রীতি . মিশ্র রীতি . আঞ্চলিক রীতি

২০।ঋণকিসের প্রতীক?

. ধ্বনি . শব্দ . অক্ষর . স্বরবর্ণ

২১. ‘অনলপ্রবাহরচনা করেন-

. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

. মোজাম্মেল হক

. এয়াকুব আলী চৌধুরী

. মুনিরুজ্জামান ইসলামাবাদী

২২. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?

. প্রভু যিশুর বাণী . কৃপার শাস্ত্রের অর্থভেদ

. ফুলমনি করুণার বিবরণ

. মিশনারি জীবন

উত্তর : ১। . ২। . ৩। . ৪। . ৫। . ৬। . ৭। . ৮। . ৯। . ১০। . ১১। . ১২। . ১৩। . ১৪। . ১৫। . ১৬। . ১৭। . ১৮। . ১৯। . ২০। , ২১। , ২২


এই টিউটোরিয়ালটির উপর অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন।


No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.