প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-২৮
প্রাথমিক সহকারী শিক্ষক
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি টিউটরিয়াল
সিনিয়র শিক্ষক
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬১। এইডস (অওউঝ) একটি-
(ক) ব্যাকটেরিয়া ঘটিত রোগ
(খ) ভাইরাস ঘটিত রোগ
(গ) প্রোটোজোয়া ঘটিত রোগ
(ঘ) ফাংগাস ঘটিত রোগ
৬২। জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?
(ক) অক্ষরেখা (খ) তুষার রেখা
(গ) স্থানীয় উচ্চতা (ঘ) দ্রাঘিমা রেখা
৬৩। কোন প্রাণী ফাইলেরিয়াসিস রোগ সৃষ্টি করে?
(ক) মাছি (খ) মাকড়সা
(গ) মশা (ঘ) তেলাপোকা
৬৪। মাকড়সার কয়টি পা?
(ক) ৫টি (খ) ৬টি
(গ) ৭টি (ঘ) ৮টি
৬৫। কোন খাদ্যে প্রোটিন বেশি?
(ক) ভাত (খ) গরুর গোস্ত
(গ) মসুরের ডাল (ঘ) ময়দা
৬৬। যেসব পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা সমান থাকে, ভর
সংখ্যা ভিন্ন হয় সেগুলোকে বলা হয়-
(ক) আইসোটোন (খ) আইসোটোপ
(গ) আইসোবার (ঘ) আইসোমার
৬৭। আলো কী?
(ক) পদার্থ (খ) শক্তি
(গ) বস্তু (ঘ) বল
৬৮। সর্বোত্তম তড়িৎ পরিবাহক-
(ক) ইস্পাত (খ) পানি
(গ) কাচ (ঘ) তামা
৬৯। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?
(ক) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর
৭০। মেরু দিবসের সংখ্যা একটানা কতদিন?
(ক) ১৩৯ দিন (খ) ১৪১ দিন
(গ) ১৪৫ দিন (ঘ) ১৪৮ দিন
৭১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন সালে শান্তির জন্য
নোবেল পুরস্কার পেয়েছে
(ক) ১৯৭২ খ্রিস্টাব্দে (খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৯৭৭
খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭৯ খ্রিস্টাব্দে
৭২। পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধ চুক্তি (ঘচঞ)
কখন স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৬৩ সালে (খ) ১৯৬৭ সালে
(গ) ১৯৬৮ সালে (ঘ) ১৯৭০ সালে
৭৩। কোন দেশের নাম ও মুদ্রা একই নামের?
(ক) জায়ার (খ) জাম্বিয়া
(গ) জিম্বাবুয়ে (ঘ) নামিবিয়া
৭৪। কিউবা কোন শিল্পের জন্য বিখ্যাত?
(ক) পশম (খ) চিনি
(গ) কাগজ (ঘ) লৌহ ও ইস্পাত
৭৫। জাতিপুঞ্জ (League of Nations) গঠনের সময় সদস্য
দেশের সংখ্যা কত ছিল?
(ক) ৩৮ (খ) ৪০ (গ) ৪২ (ঘ) ৪৪
৭৬। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-
(ক) ১৯৮৩ সালে (খ) ১৯৮৪ সালে
(গ) ১৯৮৫ সালে (ঘ) ১৯৮৬ সালে
৭৭। ঐতিহাসিক ‘ফেজ শহর’
কোথায় অবস্থিত?
(ক) আলজেরিয়ায় (খ) মরক্কোয়
(গ) লিবিয়ায় (ঘ) মিসরে
৭৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত?
(ক) প্যারিস (খ) জেনেভা
(গ) বার্ণ (ঘ) রোম
৭৯। এঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল?
(ক) জার্মানি (খ) পর্তুগাল
(গ) স্পেন (ঘ) যুক্তরাষ্ট্র
৮০। জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম কী?
(ক) জাইকা (খ) ভোটরো
(গ) ডায়েট (ঘ) ওসিডি
উত্তর : ৬১খ, ৬২খ, ৬৩গ, ৬৪ঘ, ৬৫খ, ৬৬খ, ৬৭খ, ৬৮ঘ, ৬৯খ,
৭০গ, ৭১গ, ৭২গ, ৭৩ক, ৭৪খ, ৭৫খ, ৭৬খ, ৭৭খ, ৭৮খ, ৭৯খ, ৮০ঘ।
No comments