বিসিএস পরীক্ষার প্রস্তুতি-২৮

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

বাংলা

১. একাত্তরের চিঠি- কোন জাতীয় রচনা?
ক. মুক্তিযুদ্ধের বিবরণ
খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
গ. মুক্তিযুদ্ধের পত্র সংকলন ঘ. ভিন্নধর্মী ডায়েরি
২. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. মৃত্যুক্ষুধা খ. আলেয়া
গ. ঝিলিমিলি ঘ. মধুমালা
৩. সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. সর্বনাম ঘ. বিশেষণের বিশেষণ
৪. হাত-ভারীবাগধারার অর্থ-
ক. দাতা খ. কম খরচে
গ. দরিদ্র ঘ. কৃপণ
৫. শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই- এখানে ভুঁই কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী খ. কারণে শূন্য
গ. কর্মে শূন্য ঘ. অধিকরণে ৭মী
৬. কোনটি বিটপীশব্দের সমার্থক নয়?
ক. পাদপ খ. দ্রুম
গ. তৃণ ঘ. তরু
৭. মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য একটি-
ক. পত্রকাব্য খ. কাহিনীকাব্য
গ. মহাকাব্য ঘ. খণ্ড কবিতার সংকলন
৮. সাপের খোলসএক কথায় প্রকাশ-
ক. নির্মোক খ. অজিন
গ. কৃত্তি ঘ. করভ
৯. মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল-
ক. ১৮০০-১৮২১ খ. ১৮২৪-১৮৭৩
গ. ১৮৬১-১৮৯৯ ঘ. ১৮৯৯-১৯৭৫
১০. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস-
ক. মৃত্যুক্ষুধা খ. জীবনক্ষুধা
গ. আরেক ফাল্গুন ঘ. লালসালু
১১. ক্রিয়ার মূলকে বলে-
ক. প্রত্যয় খ. ধাতু
গ. অব্যয় ঘ. সমাস
১২. চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ
খ. এশিয়াটিক সোসাইটি
গ. শ্রীরামপুর মিশন
ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ
১৩. কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন?
ক. বত্রিশ সিংহাসন খ. প্রতাপাদিত্য চরিত্র
গ. পুরুষ পরীক্ষা
ঘ. মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্র
১৪. কলমশব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
ক. সংস্কৃত খ. আরবি
গ. ফারসি ঘ. তুর্কি
১৫. শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি?
ক. মন্দির খ. বড়দিদি
গ. মেজদিদি ঘ. শ্রীকান্ত
১৬. তন্বীকাব্যের কবি কে?
ক. প্রেমেন্দ্র মিত্র খ. বুদ্ধদেব বসু
গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. বিষ্ণু দে
১৭. সই কেবা শুনাইল শ্যামনাম পদটি কোন বৈষ্ণব কবির রচনা?
ক. জ্ঞানদাস খ. গোবিন্দ দাস
গ. দ্বিজ চণ্ডীদাস ঘ. বলরাম দাস
১৮. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
ক. রবীন্দ্র পরমেশ্বর খ. কাশীরাম দাস
গ. শ্রীকর নন্দী ঘ. সঞ্জয়
১৯. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
ক. স্বরসঙ্গতি খ. অভিশ্রুতি
গ. সম্প্রকর্ষ ঘ. বিপ্রকর্ষ
২০. নেমেসিসকোন ধরনের রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. কাব্য গ্রন্থ ঘ. প্রবন্ধ গ্রন্থ
উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ ৮. ক ৯. খ ১০ গ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. ক
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.