বিসিএস পরীক্ষার প্রস্তুতি-২৪

বিসিএস পরীক্ষার প্রস্তুতি
বাংলা
১. নেমেসিসকোন জাতীয় রচনা?
ক. কাব্য খ. নাটক গ. উপন্যাস ঘ. গীতি কবিতা
২. শবনমউপন্যাস কার রচনা?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
৩. কখনও উপন্যাস লেখেননি-
ক. কাজী নজরুল ইসলাম খ. জীবনানন্দ দাশ
গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. বুদ্ধদেব বসু
৪. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. জন মিল্টন ঘ. জীবনানন্দ দাশ
৫. রবীন্দ্রনাথের পুনশ্চকোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ খ. নাটক গ. উপন্যাস ঘ. প্রহসন
৬. নীলদর্পণপ্রথম মঞ্চস্থ হয়-
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. রাজশাহী ঘ. বরিশাল
৭. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
ক. গোলাম মোস্তফা খ. ফররুখ আহমদ
গ. ভাই গিরীশচন্দ্র সেন
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৮. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত-
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. ঈশ্বর পাটনী
গ. চণ্ডীদাস ঘ. গোবিন্দ চন্দ্র দাস
৯. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি-
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. জীবনানন্দ দাশ
১০. মনসা মঙ্গলকাব্যের চরিত্র-
ক. ফুল্লরা খ. কালকেতু
গ. বেহুলা লখিন্দর ঘ. রাজা হরিশ্চন্দ্র
১১. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
ক. কবর খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. জন্ডিস ও বিবিধ বেলুন
ঘ. ওরা কদম আলী
১২. একুশের ওপর সর্বপ্রথম কবিতা রচনা করেন-
ক. আবদুল গাফ্ফার চৌধুরী খ. মহাদেব সাহা
গ. মাহবুব উল আলম চৌধুরী ঘ. আল মাহমুদ
১৩. মহাকাব্য নয়-
ক. ইলিয়ড খ. ইনিড
গ. গিলগামেশ ঘ. জুলিয়াস সিজার
১৪. কবি ফেরদৌসীর জন্মস্থান কোথায়?
ক. ইরাক খ. ইরান গ. মিসর ঘ. তুরস্ক
১৫. বাউল গানের বিশেষত্ব কী?
ক. মরমীবাদ খ. মারেফাত
গ. আধ্যাত্মিবিষয়ক ঘ. প্রেমবিষয়ক
১৬. ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন কে?
ক. দক্ষিণারঞ্জন মিত্র খ. দীনেশচন্দ্র সেন
গ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৭. গোপীচন্দ্রের সন্ন্যাসখ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর-
ক. সন্তসপুর গ্রামে খ. সিঁদুর কুসুম গ্রামে
গ. কাপাসিয়া গ্রামে ঘ. বিজয়নগর গ্রামে
১৮. বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে- এটি কিসের উদাহরণ?
ক. প্রবাদের খ. উপমার
গ. ধাঁধার ঘ. ছড়ার
১৯. অন্নদামঙ্গল- কাব্য কে রচনা করেন?
ক. কানাহরি দত্ত খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. রূপরাম চক্রবর্তী ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
২০. বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কী?
ক. মনসামঙ্গল খ. মনসাবিজয়
গ. চাঁদ সদাগরের কাহিনী ঘ. মনসা প্রশস্তি
উত্তর : ১.খ ২.ঘ ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ক ১০.গ ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.ঘ ২০.খ
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.