বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৩১
বিসিএস পরীক্ষার প্রস্তুতি
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান

১. ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন-
ক. বেতার/রেডিওর মাধ্যমে √খ. ওয়্যারলেসের মাধ্যমে
গ. টেলিগ্রাফের মাধ্যমে ঘ. টেলিভিশনের মাধ্যমে
২. বাংলাদেশের কতটি ‘ছিটমহল’ ভারতের সীমানায় অন্তর্ভুক্ত রয়েছে?
ক. ১৬২টি খ. ১১১টি
√গ. ৫১টি ঘ. ১০১টি
৩. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
√গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৭ সালে
৪. আরব লীগ প্রতিষ্ঠা পায়-
ক. ১৯৪৯ সালে খ. ১৯৫০ সালে
√গ. ১৯৪৫ সালে ঘ. ১৯৪০ সালে
৫. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’কোথায় অবস্থিত?
ক. যমুনা নদীতে √খ. বঙ্গোপসাগরে
গ. মেঘনার মোহনায় ঘ. সন্দ্বীপ চ্যানেল
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ১২ আউলিয়ার দেশ বলা হয়?
ক. রাজশাহী খ. ঢাকা
√গ. চট্টগ্রাম ঘ. সিলেট
৭. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
ক. রাজশাহী খ. ঢাকা
গ. চট্টগ্রাম √ঘ. সিলেট
৮. ম্যানগ্রোভ কী?
ক. কেওড়া বন √খ. উপকূলীয় বন
গ. শালবন ঘ. চিরহরিৎ বন
৯. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ক. ফিজি √খ. ভ্যাটিকান
গ. কুয়েত ঘ. মালদ্বীপ
১০. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ?
ক. চীন খ. কানাডা
√গ. রাশিয়া ঘ. ব্রাজিল
১১. ‘তাহরির স্কয়ার’কোথায় অবস্থিত?
ক. সিউল খ. আম্মান
√গ. কায়রো ঘ. তেহরান
১২. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
ক. অর্থ মন্ত্রণালয় খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
গ. বাংলাদেশ ব্যাংক √ঘ. সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
১৩. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?
ক. ঢাকায় √খ. ময়মনসিংহে
গ. চট্টগ্রামে ঘ. নড়াইল
১৪. ২০১৪-১৫ করবর্ষে সর্বোচ্চ করদাতা হল-
√ক. গ্রামীণফোন খ. স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
গ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
ঘ. রবি আজিয়াটা লিমিটেড
১৫. ২০১৫-১৬ (সাময়িক) অর্থবছরে মাথাপিছু আয় কত?
ক. ১৩৪৬ মা. ড. খ. ১৪৪৬ মা. ড.
গ. ১৪৫৬ মা. ড. √ঘ. ১৪৬৬ মা. ড.
১৬. বর্তমানে দেশে ঘোষিত ২৩তম স্থলবন্দর (বাল্লা) কোথায় অবস্থিত?
√ক. চুনারুঘাট (হবিগঞ্জ) খ. ছাতক (সুনামগঞ্জ)
গ. আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) ঘ. বিয়ানীবাজার (সিলেট)
১৭. জম্মু ও কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে?
√ক. মেহবুবা মুফতি খ. জয়ললিতা
গ. মায়াবতী ঘ. মমতা বন্দ্যোপাধ্যায়
১৮. যুক্তরাজ্য কাকে বাংলাদেশে বাণিজ্য দূত নিয়োগ দেয়?
√ক. রুশনারা আলী খ. টিউলিপ সিদ্দিক
গ. রুপা আশা হক ঘ. ওয়াসফিয়া নাজনীন
১৯. ওআইসির বর্তমান প্রেসিডেন্ট কে?
√ক. রিসেপ তায়েপ এরদোগান (তুরস্ক)
খ. মামনুন হুসাইন (পাকিস্তান)
গ. ফুয়াদ মাসুম (ইরাক)
ঘ. বাদশাহ সালমান (সৌদি আরব)
২০. কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত?
ক. পশুর খ. মাতামুহুরী
√গ. গোমতী ঘ. সুরমা
No comments