বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৪৪
বিসিএস পরীক্ষার প্রস্তুতি
সাধারণ জ্ঞান
১। ক্যাটালন কোন দেশের ভাষা?
সাধারণ জ্ঞান
১। ক্যাটালন কোন দেশের ভাষা?ক) স্পেন খ) ফ্রান্স
গ) বেলজিয়াম ঘ) ব্রাজিল
২। হাজার হ্রদের দেশ কোনটি?
ক) নরওয়ে খ) ইন্দোনেশিয়া
গ) রাশিয়া ঘ) ফিনল্যান্ড
৩। ‘লাইন অব কন্ট্রোল’কোন দুটি দেশের সীমানা?
ক) ভারত-চীন খ) বাংলাদেশ ও ভারত
গ) ভারত-পাকিস্তান ঘ) পাকিস্তান ও আফগানিস্তান
৪। কোন প্রণালি ইউরোপ হতে আফ্রিকাকে পৃথক করেছে?
ক) বেরিং খ) সুয়েজ
গ) পানামা ঘ) জিব্রাল্টার
৫। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা কোন দেশ?
ক) ইরান খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র ঘ) চীন
৬। নিচের কোনটি নগররাষ্ট্র?
ক) পানামা খ) কোস্টারিকা
গ) মালদ্বীপ ঘ) সিঙ্গাপুর
৭। ২০১৭ সালে শান্তিতে নোবেলজয়ী সংগঠন-?
ক) জাতিসংঘ খ) রেডক্রস
গ) ICAN ঘ) WHO
৮। ককেশাস অঞ্চলের দেশের সংখ্যা কয়টি?
ক) ৩ খ) ৬
গ) ৫ ঘ) ৭
৯। ‘বলশেভিক বিপ্লব’-এর স্থায়িত্ব কতদিন ছিল?
ক) ১০ খ) ২০
গ) ৪০ ঘ) ৬৯
১০। কোনটি ভূবেষ্টিত সাগর?
ক) বঙ্গোপসাগর খ) লোহিত সাগর
গ) পারস্য উপসাগর ঘ) কাস্পিয়ান সাগর
১১। নেপালের শেষ রাজা কে ছিলেন?
ক) বীরেন্দ্র খ) ধীরেন্দ্র
গ) মহেন্দ্র ঘ) জ্ঞানেন্দ্র
১২। পৃথিবীর সর্ববৃহৎ হ্রদের নাম কী?
ক) বৈকাল খ) ভিক্টোরিয়া হ্রদ
গ) কাস্পিয়ান সাগর ঘ) বঙ্গোপসাগর
১৩। শতবর্ষব্যাপী যুদ্ধের মেয়াদকাল -?
ক) ১৩৩৫-১৪৪৩ খ) ১৩৩৭-১৪৫৩
গ) ১৪৪৪-১৫৫৭ ঘ) ১২৬২-১৩৪০
১৪। কে ফরাসি বিপ্লবের নেতা ছিলেন?
ক) রুশো খ) ভলতেয়ার
গ) নেপোলিয়ন ঘ) রোবস্ পিয়ার
১৫। পোল্যান্ড এর মুদ্রার নাম কী?
ক) পেসো খ) ইউরো
গ) রুবল ঘ) জলোটি
১৬। ব্যাটমিন্টন যে দেশের জাতীয় খেলা-?
ক) চীন খ) ভুটান
গ) স্কটল্যান্ড ঘ) মালয়েশিয়া
১৭। নিচের কোন দেশটির সঙ্গে সর্বাধিক রাষ্ট্রের সীমানা রয়েছে?
ক) ভারত খ) রাশিয়া
গ) চীন ঘ) সৌদি আরব
১৮। কঙ্গো কার উপনিবেশ ছিল?
ক) ফ্রান্স খ) বেলজিয়াম
গ) ইতালি ঘ) স্পেন
১৯। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কতটি?
ক) ৩৭ খ) ৪০
গ) ৪৫ ঘ) ৫০
২০। ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’-এর উদ্যোক্তা কোন দেশ?
ক) ইরান খ) কোরিয়া
গ) জাপান ঘ) চীন
উত্তর : ১ক, ২ঘ, ৩গ, ৪ঘ, ৫ঘ, ৬ঘ, ৭গ, ৮খ, ৯ক, ১০ঘ, ১১ঘ, ১২গ, ১৩খ, ১৪ঘ, ১৫ঘ, ১৬ঘ, ১৭গ, ১৮খ, ১৯খ, ২০ঘ
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments