বিসিএস পরীক্ষার প্রস্তুতি-২০


দৈনন্দিন বিজ্ঞান
১. কোনটি দিক রাশি?
ক. বল খ. বৈদ্যুতিক বিভব গ. দ্রুতি ঘ. কাজ
২. ভেক্টর যোজনের উদাহরণ কোনটি?
ক. গুণটানা নৌকা খ. নৌকার গতি
গ. সরল দোলক ঘ. লন রোলার
৩. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক) টঙ্গী খ) সাভার
গ) শ্রীমঙ্গল ঘ) সোনারগাঁও
৪. সালফিউরিক এসিড একটি?
ক. কঠিন পদার্থ খ. হালকা তরল পদার্থ
গ. গ্যাসীয় পদার্থ ঘ. ঘন তরল পদার্থ
৫. প্রোটিন কী?
ক. গ্লুকোজের পলিমার
খ. ফ্যাটি এসিডের পলিমার
গ. অ্যামাইনো এসিডের পলিমার
ঘ. সুক্রোজের পলিমার
৬. খাড়া ওপরের দিকে অভিকর্ষজ ত্বরণ কত?
ক. শূন্য খ. 4.9m/s2
গ. -9.8m/sec2 ঘ. 9.8m/sec2
৭. ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি?
ক. চলন গতি খ. দোলন গতি
গ. জটিল গতি ঘ. পর্যায়বৃত্ত গতি
৮. অসম বেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখের ঢাল কিসের সমান?
ক. দূরত্ব খ. ত্বরণ গ. সরণ ঘ. বেগ
৯. ইথারের অপর নাম-
ক. ডাই অ্যালকাইল হাইড্রক্সাইড
খ. ট্রাই অ্যালকাইল হাইড্রোক্সাইড
গ. ডাই অ্যালকাইল অক্সাইড
ঘ. ট্রাই অ্যালকাইল অক্সাইড
১০. গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতি শক্তি হবে-
ক. দ্বিগুণ খ. এক-চতুর্থাংশ
গ. চারগুণ ঘ. সমান
১১. ক্লোরাল ব্যবহৃত হয়-
ক. বমি কারক হিসেবে খ. D. D. T
গ. উকুননাশক হিসেবে ঘ. একটিও নয়
১২. অ্যালকোহলের সঙ্গে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
ক. অ্যালডিহাইড খ. অ্যালকেন
গ. অ্যালকাইল ঘ. অ্যালকিন
১৩. কৌণিক ত্বরণের একক কোনটি?
ক. m/sec2 খ. rad
গ. rad/sec2 ঘ. কোনোটিই নয়
১৪. বাধাহীন পথে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কী?
ক. উপবৃত্ত খ. অধিবৃত্ত
গ. অর্ধবৃত্ত ঘ. সবগুলো
১৫. নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন?
ক. ত্বরণ, বেগ খ. মন্দন, দ্রুতি
গ. দ্রুতি, বেগ ঘ. সরণ, বেগ
১৬. সুগন্ধ কারক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়-
ক. ইথার খ. অ্যালকোহল
গ. ফেনল ঘ. এস্টার
১৭. মহাকর্ষ বল নিউক্লীয় বলের তুলনায় কতগুণ তীব্র?
ক. ১০-৪২ খ. ১০৪২ গ. ১০৪০ ঘ. ১০৩০
১৮. ভূমির সঙ্গে সর্বনিম্ন ৩০° কোণে আনত তলে স্থাপিত বস্তু পিছলে নেমে যায়। ঘর্ষণাঙ্ক কত?
ক. sin 30° খ. tan 30°
গ. cos 30° ঘ. 1
১৯. কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল?
ক. মহাকর্ষ বল খ. চৌম্বক বল
গ. তড়িৎ-চুম্বক বল ঘ. নিউক্লীয় বল
উত্তর : ১. ক ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. ক

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.