প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-১৪
সিনিয়র
শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
২৬। Noun of
the word 'vain' is·
(ক) Vanity
(খ) Vain
(গ) Vainity
(ঘ) Vainly
২৭। Choose
the correct preposition.
I was
disappointed · the grades I received on my last essay.
(ক) to (খ)
by
(গ) with/in
(ঘ) at
২৮। He said,
'I have been working since sunrise. 'Make it indirect speech.
(ক) He said
that he has been working since sunrise.
(খ) He said
that he has worked for sunrise
(গ) He said
that he had been working since sunrise
(ঘ) He said
that he is working since sunrise.
২৯। I opened
the door as soon as I·the bell.
(ক) have
heard (খ) was hearing
(গ) am heard
(ঘ) heard
৩০। The
meaning of the word 'forth coming'.
(ক)
Disposing
(খ)
Disapproving
(গ)
Approaching
(ঘ) Incoming
৩১। Choose
the correct preposition.
Your conduct
admits·no excuse.
(ক) for (খ)
in (গ) of (ঘ) to
৩২। A place
for keeping dogs.
(ক) Hutch
(খ) stable
(গ) kennel
(ঘ) sty
৩৩। যদি একটি
১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত
টাকা?
(ক) শূন্য
(খ) ১৪৪
(গ) ২৫৬ (ঘ)
৪০০
৩৪। চারটি
সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা
হয়-
(ক)
বর্গক্ষেত্র (খ) চতুর্ভুজ
(গ) রম্বস
(ঘ) সামান্তরিক
৩৫। ৮, ১১,
১৭, ২৯, ৫৩, পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ১০১ (খ)
১০২ (গ) ৭৫ (ঘ) ৫৯
৩৬। a4 + 4
এর উৎপাদক কী কী?
(ক) (a2
+2a+2) (a2 +2a-2)
(খ) (a2
+2a+2) (a2 -2a+2)
(গ) (a2
-2a+2) (a2 +2a-2)
(ঘ) (a2
-2a-2) (a2 -2a+2)
৩৭। একটি
ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হল তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক
বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হল?
(ক) ৪ জন (খ)
৩ জন
(গ) ২ জন (ঘ)
৫ জন
৩৮। টাকায়
তিনটি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(ক) ৫০% (খ)
৩৩%
(গ) ৩০% (ঘ)
৩১%
৩৯। ১ হতে ৪৯
পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
(ক) ২৩ (খ)
২৪.৫
(গ) ২৫ (ঘ)
২৬.৫
৪০। মঙ্গল
গ্রহে প্রেরিত নভোযান কোনটি?
(ক) সয়ুজ (খ)
এপোলো
(গ) ভয়েজার
(ঘ) ভাইকিং
৪১। কোনটি
চৌম্বক পদার্থ?
(ক) পারদ (খ)
বিসমাথ
(গ)
অ্যান্টিমনি (ঘ) কোবাল্ট
৪২। কোন রং
এর কাপে চা বেশিক্ষণ গরম থাকে?
(ক) কালো (খ)
সাদা
(গ) হলুদ (ঘ)
সবুজ
৪৩। কোন রং
বেশি দূর থেকে দেখা যায়?
(ক) সাদা (খ)
লাল
(গ) কালো (ঘ)
হলুদ
৪৪। কোনটি
বায়ুর উপাদান নয়?
(ক)
হাইড্রোজেন
(খ) কার্বন
ডাই অক্সাইড
(গ) জলীয়
বাষ্প (ঘ) অক্সিজেন
৪৫।
এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয়?
(ক) ফার্ন
দিয়ে (খ) শৈবাল দিয়ে
(গ) ছত্রাক
দিয়ে (ঘ) লাইকেন দিয়ে
৪৬। জাপানের
শেষ রাজা একজন?
(ক) উদ্ভিদ
বিজ্ঞানী (খ) ডাক্তার
(গ) অণুজীব
বিজ্ঞানী (ঘ) সাহিত্যিক
৪৭। সাতটি
রঙের সমন্বয়ে সাদা রং হলে কালো রং কিসে হয়?
(ক) লাল ও
সবুজের সমন্বয়ে
(খ) নীল ও
লাল রঙের সমন্বয়ে
(গ) বেগুনি ও
নীল রঙের সমন্বয়ে
(ঘ) সব রঙের
অনুপস্থিতির জন্য
৪৮। বেতার
তরঙ্গ বায়ুর কোন স্তরে প্রতিফলিত হয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে?
(ক)
ট্রপোমণ্ডল (খ) ট্রপোপ্যামণ্ডল
(গ)
স্ট্র্যাটোমণ্ডল (ঘ) আয়নমণ্ডল
৪৯। ‘সুন্দরবনের’ নামের কারণ-
(ক) এখানকার
জীবজন্তু সুন্দর (খ) বনটি অতি সুন্দর
(গ) প্রচুর
সুন্দরী কাঠ পাওয়া যায়
(ঘ) কোনটিই
সঠিক নয়
৫০। বাংলার
রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন-
(ক) শাহজাদা
আজম
(খ) সুবেদার
ইসলাম খান
(গ) সম্রাট
আকবর (ঘ) ঈশা খাঁন
৫১। অতিশ
দীপঙ্কর বাংলাদেশের কোন জেলার লোক ছিলেন?
(ক)
মুন্সীগঞ্জ (খ) ফরিদপুর
(গ) টাঙ্গাইল
(ঘ) চট্টগ্রাম
৫২। ঢাকা
শহরে পানি সরবরাহ করার জন্য কত সালে চাঁদনী ঘাটে প্রথম পানি সরবরাহ কার্যক্রম
স্থাপিত হয়?
(ক) ১৮৬০
সালে (খ) ১৮৭৪ সালে
(গ) ১৯১২
সালে (ঘ) ১৯২৩ সালে
৫৩।
বাংলাদেশের মুক্তিযোদ্ধা ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশির
নাগরিকতা কী ছিল?
(ক) ব্রিটিশ
(খ) ফরাসি
(গ) ডাচ (ঘ)
কানাডিয়ান
উত্তর : ২৬ক
২৭ঘ ২৮গ ২৯ঘ ৩০গ ৩১গ ৩২গ ৩৩খ ৩৪গ ৩৫ক ৩৬খ ৩৭খ ৩৮ক ৩৯গ ৪০ঘ ৪১ঘ ৪২খ ৪৩খ ৪৪গ ৪৫গ ৪৬গ
৪৭ঘ ৪৮ঘ ৪৯গ ৫০ঘ ৫১ক ৫২খ ৫৩গ।

No comments