প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-০১

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
১। বহুল আলোচিত আলোক-৬২০১ হচ্ছে উচ্চফলনশীল নতুন জাতের-
(ক) গম (খ) ধান (গ) কপি (ঘ) আম
২। শিক্ষাবিষয়ক হান্টার কমিশন গঠিত হয় কত সালে?
(ক) ১৮৮০ সালে (খ) ১৮৮১ সালে (গ) ১৮৮২ সালে (ঘ) ১৮৮৩ সালে
৩। পুঁথি সহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি-
(ক) রাম বসু (খ) ভোলা ময়রা
(গ) ফকীর গরীবুল্লাহ (ঘ) শাহ্ মুহম্মদ সগীর
৪। বাংলা গদ্য সাহিত্যে যতি চিহ্ন প্রথম ব্যবহার করেন-
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫। রবীন্দ্রনাথের শেষের কবিতাএকটি-
(ক) কবিতা (খ) উপন্যাস
(গ) প্রবন্ধ (ঘ) ভ্রমণকাহিনী
৬। যেসব সংস্কৃতি শব্দ কোন রূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে বলে-
(ক) তৎসম শব্দ (খ) তদ্ভব শব্দ (গ) অর্ধতৎসম শব্দ (ঘ) দেশী শব্দ
৭। ফরাসি শব্দ কোনটি?
(ক) চিনি (খ) বালতি (গ) হরতন (ঘ) রেস্তোরাঁ
৮। আমাদের জাতীয় পাখি-
(ক) কাকা (খ) কবুতর (গ) কোকিল (ঘ) দোয়েল
৯। মাছের মা বাগধারার অর্থ-
(ক) কঠোর (খ) অত্যাচারী (গ) নিষ্ঠুর (ঘ) কাছের মানুষ
১০। Which one is the correct sentence?
(ক) I read an Quran every morning
(খ) I read a Quran every morning
(গ) I read the Quran every morning
(ঘ) I read Quran every morning
১১। What will be the plural form of wolf?
(ক) Wolfs (খ) Wolfes
(গ) Wolffies (ঘ) Wolves
১২। In a nutshell means
(ক) briefly (খ) elaborately
(গ) in details (ঘ) large description
১৩। Choose the correct sentence-
(ক) We write by ink (খ) We write with ink
(গ) We write under ink (ঘ) We write in ink
১৪। Which is the verb of the word Life?
(K) Live (L) Enlife (M) Living (N) Lively
১৫। আমরা স্টেশনে পৌঁছার আগে গাড়ি ছেড়ে গেল এ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
(ক) The train left before we arrived at the station.
(খ) The train left before we had arrived at the station.
(গ) The train had left before we arrived at the station.
(ঘ) The train was leaving when we arrived at the station.
১৬। দুটি সংখ্যার গ. সা.গু এবং ল.সা.গু এর গুণফল সংখ্যা দুটির-
(ক) যোগফলের সমান (খ) গুণফলের সমান
(গ) বিয়োগফলের সমান (ঘ) ভাগফলের সমান
১৭। কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯,১০০ টাকা। ওই সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
(ক) ৭,২০০ টাকা (খ) ৭,৮০০ টাকা (গ) ৮,৮০০ টাকা (ঘ) ৮,০০০ টাকা।
১৮। কোন শিবিরে ৪০০০ সৈন্যের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০ দিন পরে ৮০০ জন সৈন্য চলে যায়, তবে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কত দিন চলবে?
(ক) ৪০০ দিন (খ) ২৮০ দিন (গ) ৩০০ দিন (ঘ) ২০০ দিন
১৯। 2n-2n-2 = কত ?
(ক) 2 (খ) 2n+2 (গ) 2n (ঘ) 2n-2
২০। একটি আয়তনিক ঘনবস্তু কয়টি তল দ্বারা সীমাবদ্ধ?
(ক) ৩টি (খ) ২টি (গ) ৬টি (ঘ) ৮টি
২১। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না?
(ক) তিন বাহু (খ) দুইবাহু ও অন্তর্ভুক্ত কোণ
(গ) দুই কোন ও এক বাহু (ঘ) তিন কোণ
২২। দুধকে টক করে-
(ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া (গ) ফাংগাস (ঘ) প্রোটোজোয়া
২৩। ডায়াস্টোল বলতে বুঝায়-
(ক) হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ (খ) হৃৎপিণ্ডের সংকোচন (গ) হৃৎপিণ্ডের প্রসারণ
(ঘ) হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ
২৪। এইডস রোগে-
(ক) দেহের হৃৎপিণ্ড নষ্ট হয় (খ) মাংসপেশি গলে যায়
(গ) কিডনি নষ্ট হয় (ঘ) দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
২৫। কোন রক্ত গ্রুপকে সার্বজনীনদাতা বলা হয়?
(ক) গ্রুপ A (খ) গ্রুপ B
(গ) গ্রুপ O (ঘ) গ্রুপ AB
উত্তর: ১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. গ।

No comments

Featured Post

Garments Pattern and Marker Making ভাইবার কিছু প্রশ্ন এবং উত্তর

Garments  Pattern and Marker Making প্রশ্ন – ১ . বিভিন্ন ধরনের অ্যালাউন্সের নাম লিখ। উত্তরঃ কাটিং অ্যালাউন্স , সুইং অ্যালাউন্স , ...

Powered by Blogger.